চন্দনাইশে প্রবাসীর স্বর্ণ আত্মসাৎ এর প্রতিবাদ ও মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের চন্দনাইশে প্রবাস থেকে পাঠানো সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও একটি আইপ্যাড আত্মসাৎ করে উল্টো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকার মৃত আমির হোসেনের ছেলে দুবাই প্রবাসী মো. সাইফুদ্দিন।
রবিবার (২৬ জানুয়ারি) বিকালে বাগিচাহাট এলাকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী সাইফুদ্দিন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাড়ি এলাকার আহমেদ রহমানের ছেলে মো. মাসুদুল আলমের সাথে দীর্ঘ ১৮ বছর যাবত আমার বন্ধুত্ব। প্রবাসে পাশাপাশি বিল্ডিংয়ে আমরা দুইজন একসাথে বসবাস করতাম। সেই সুবাদে একে অপরের প্রতি বিশ্বাস জন্মায়। দুবাই থাকাকালিন সময়ে প্রবাসী মাসুদুল বাংলাদেশে আসার কথা বললে গত ৭ জানুয়ারী আমার স্ত্রীর ছোট ভাই প্রবাসী জাহেদের মাধ্যমে আমার স্ত্রীকে দেওয়ার জন্য ডকুমেন্টধারী সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ১টি আইপ্যাড আমানত হিসাবে গ্রামের বাড়ীতে পৌঁছে দেওয়ার জন্য তাকে প্রদান করি।
কিন্তু দুঃখের বিষয় আমার স্ত্রীকে সেগুলো দেয়নি মাসুদুল। তার মোবাইল বন্ধ থাকায় গত ৯ জানুয়ারী মাসুদুল আলমের স্ত্রী খুশি আকতারের সাথে যোগাযোগ করা হলে সে আমাকে জানায় তার স্বামীকে কে বা কারা সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও ১টি আইপ্যাড সহ অপহরণ করে কুমিল্লা নিয়ে গেছে। তখন আমরা কুমিল্লা যাওয়ার চেষ্টা করলে তার স্ত্রী সুকৌশলে স্বর্ণলংকার আত্মসাৎ করার পাঁয়তারার অংশ হিসেবে কুমানসে ছলচাতুরীর আশ্রয় গ্রহণ করেছে তা আমাদের বুঝতে বাকি নাই। ইতোমধ্যে মাসুদুল আলম বাড়ীতে আছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে গত ১০ জানুয়ারি আমি ও আমার বড় ভাই মহিউদ্দিন, দিদারুল আলম ও স্থানীয় মেম্বার খোরশেদ আলম সহ তার বাড়িতে যাই। সে সকলের সম্মুখে মালামাল দেওয়ার কথা স্বীকার করে। এবং মালামালগুলো ফেরতের আশ্বাস দিয়ে তার চিকিৎসার জন্য ৩/৪ দিন স্থানীয় মেম্বারের কাছ থেকে সময় নেয়। তবে অদ্যাবধি সে মালামালগুলো ফেরত দেয়নি মাসুদুল।
পরে এবিষয়ে চন্দনাইশ থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করি। তাছাড়া ১৬ জানুয়ারি বিজ্ঞ চীফ জুডিশিয়াল হাকিম চট্টগ্রাম এর আদালতে মোঃ মাসুদুল আলম (৪০) ও তার স্ত্রী মোছাঃ খুশি আক্তার (৩৫) এবং তার বোন মোছাম্মৎ কুসুম (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর থেকে প্রবাসী মাসুদুল আলম ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে সহ আমার পরিবারের সদস্যদেরকে জড়িয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একের পর মামলা দায়ের করে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি আপনাদের মাধ্যমে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ আমার স্ত্রীর জন্যে পাঠানো সাড়ে ৮ ভরি স্বর্ণলংকার ও ১টি আইপ্যাড উদ্ধারের জন্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য খোরশেদুল আলম, মো. মহিউদ্দিন, দিদারুল আলম প্রমূখ।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
