ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কেউ শুনছে না অসহায়ের আর্তনাদ, বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মজিবুল আলম


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ৩:২৬

উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাকখালী গ্রামের বাসিন্দা মজিবুল আলম বৈমাত্রেয় ভাইদের নির্যাতনের শিকার হয়ে অসহায় জীবনযাপন করছেন। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি নিউরো ও অর্থোপেডিক সমস্যায় ভুগছেন, যা বর্তমানে প্যারালাইসিস পর্যন্ত গড়িয়েছে। চিকিৎসা ও ওষুধের মাধ্যমে কোনো রকমে দিন পার করলেও মানসিক ও শারীরিক যন্ত্রণা তাকে দুর্বিষহ অবস্থায় ফেলেছে।

নিজের পৈত্রিক বসতভিটায় থাকলেও সৎ মায়ের ছেলেরা তার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। মজিবুল আলম জানান, "সরকারি খাসজমি থেকেও আমাকে বঞ্চিত করা হয়েছে। বৈমাত্রেয় ভাইয়েরা মসজিদের পাশে টয়লেট ও প্রস্রাবখানা তৈরি করে তার ময়লা পানি আমার পুকুরে ফেলে। পুকুরের পানিই আমাকে রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করতে হয়, কারণ আমাদের টিউবওয়েল নেই।"

তিনি আরও অভিযোগ করেন, মসজিদের রাস্তা দিয়েও তাকে চলতে দেওয়া হয় না। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোনো সমাধান মেলেনি। "মসজিদ কমিটি, মেম্বার, ইউএনও, এসিল্যান্ড—সব জায়গায় অভিযোগ করেও কোনো কাজ হয়নি।"

মজিবুল আলম জানান, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুবদিয়া থানার এসআই জয়নাল ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তিনি ফিরে যাওয়ার পর বিবাদীরা মজিবুলের সাইকেল, মোবাইল, পাওয়ার ব্যাংকসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে। এ ছাড়া তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

গত ২৪ তারিখ, বৈমাত্রেয় ভাইয়েরা সরকারি খাসজমি থেকে মাটি কাটতে গেলে মজিবুল আলম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারতে আসে। প্রাণভয়ে তিনি নিরাপদ স্থানে সরে গিয়ে ৯৯৯-এ কল করেন। পরে পুলিশের এসআই বিমল সরকার ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ব্যবস্থা নিলেও, মজিবুলের ভাষ্যমতে, "একটি ফোন কল পেয়ে আচমকা তার আচরণ পাল্টে যায়। আমাকে বকাঝকা শুরু করে এবং গাড়িভাড়া দাবি করে। আমি দিতে না চাইলে থানায় আসতে বলে।"

ইউপি সদস্য নুরুল হোসাইন বলেন, "মজিবুল আলম দীর্ঘদিন ধরে বৈমাত্রেয় ভাইদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। স্থানীয় রাজনীতির প্রভাব খাটিয়ে তারা মজিবুলকে নিপীড়ন করছে। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।"

কুতুবদিয়া থানার ওসি আরমানে হোসেন জানান, "বিষয়টি তদন্তাধীন। আমরা দুই পক্ষের বক্তব্য শুনে যথাযথ ব্যবস্থা নেব। সঠিক প্রমাণ ছাড়া কোনো অভিযোগ বা আইন নিজের হাতে নেওয়া অপরাধ।"

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, "সরকারি খাসজমি থেকে মাটি কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য স্থানীয় তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।"

মজিবুল আলম প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন, "আমার চলাচলের রাস্তা ফিরিয়ে দিন। আমার পৈত্রিক ভিটায় আমাকে শান্তিতে থাকতে দিন।"

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এই ধরনের অন্যায় বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এমএসএম / এমএসএম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

ভূঞাপুরে গাছে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অতিরিক্ত বিচারপতি হলেন ভূঞাপুরের সাইফুল ইসলাম

টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কোর্স

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের কর্মচারীদের ৪০ ঘন্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

মধুখালীতে বিভিন্ন জলাশয়ে ৩৩৫ কেজি রুই জাতের পোনা মাছ অবমুক্ত

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আইকন স্পোর্টস পার্কে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

ভূমি অফিস চালানোর দায়িত্বে ঝাড়ুদার

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়ায় ভাংতি টাকার অজুহাতে হাসপাতালের টিকিট বাণিজ্যে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত