ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি’র ইন্তেকাল
ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক কমান্ডার, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। সোমবার রাতে নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি মৃতুবরণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বাদ জহর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলামের নেতৃত্বে তাকে রাষ্ট্রিয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। জানাযায় অংশ নেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষজন। জানাযা শেষে সেনুয়া পুরাতন গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবারে স্ত্রী, সন্তানসহ ৮ জন ওয়ারিশ রেখে গেছেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকির মৃত্যুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবাদুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফসহ জেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষগণ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুম আব্দুর রশিদ সিদ্দিকি জীবদ্দশায় একজন সমাজসেবী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড (টিকাপাড়া, জমিদারপাড়া, বাজারপাড়া, বসিরপাড়া, ইসলামবাগ) এলাকার জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমএসএম / এমএসএম
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন