থানার স্থায়ী ভবন নির্মাণে প্লট বরাদ্দের দাবিতে উত্তরাবাসীর মানববন্ধন
রাজধানীর উত্তরায় থানার স্থায়ী ভবন নির্মাণে রাজউকের জমি বরাদ্দের দাবিতে জানিয়েছে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ (বুধবার) সকাল ১১টায় উত্তরা পশ্চিম থানা থানাধীন জমজম টাওয়ার চৌরাস্তায় এই মানববন্ধন সম্পন্ন হয়।
এ সময় বক্তারা উত্তরা ১৩ নম্বর সেক্টরস্থিত সোনারগাঁও জনপদ সড়কের পাশে অবস্থিত রাজউকের ৩১, ৩৩ ও ৩৫নং খালি প্লট তিনটি আবাসিক কিংবা বাণিজ্যিক ক্যাটাগরিতে বরাদ্দ না দিয়ে বরং এলাকার শান্তি ও আইনশৃঙ্খলার স্বার্থে প্লটগুলো উত্তরা পশ্চিম থানার স্থায়ী ভবন নির্মাণে বরাদ্দ প্রদানের দাবী জানান।
‘উত্তরার সচেতন নাগরিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনটিতে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই ওই প্লটগুলো উত্তরা পশ্চিম থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু, ৫ আগেস্টর পর থেকে রাজউকে ঘাপটি মেরে থাকা কতিপয় আওয়ামী লীগের দোসরেরা প্লটগুলোকে বাণিজ্যিক প্লটে রূপ দিতে মরিয়া হয়ে উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছে বিভিন্ন সেক্টরের বাসিন্দারা।
মানববন্ধনে অংশ নেয়া উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফিরোজ জামান বলেন, বর্তমানে উত্তরা পশ্চিম থানা ১১ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে। অথচ, থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য রাজউকের এই প্লটগুলো বরাদ্দ চাওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। শুনেছি এই প্লটগুলোকে বাণিজ্যিক প্লটে রূপ দেয়ার চেষ্টা করছে রাজউকের একটি সিন্ডিকেট। এমনটা কিছুতেই মেনে নেয়া হবে না।
সেক্টরের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ জানান, উত্তরা মডেল টাউনের মতো এলাকায় থানার জন্য স্থায়ী কোন জায়গা থাকবে না এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এলাকাবাসীর সুবিধার্থেই রাজউকের উচিত এই প্লটগুলো উত্তরা পশ্চিম থানার ভবন ও কার ডাম্পিংয়ের জন্য বরাদ্দ দেয়া।
স্থানীয় যুবক আব্দুল করিম সুজন জানায়, প্লটগুলো খালি পড়ে থাকায় সেখানে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। রাজউকের অসাধু লোকেরা এখান থেকে মাসোহারা নেয়। যে কারণে থানার জন্য প্লট বরাদ্দ দিচ্ছে না। আমরা চাই অতিদ্রুত থানার জন্য স্থায়ী জমি বরাদ্দ দেয়া হোক।
এদিকে, থানার স্থায়ী ভবন নির্মাণে রাজউকের খালি প্লট বরাদ্দ চেয়ে এলাকাবাসীর মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, যতটুকু শুনেছি এই দাবিটা এলাকাবাসীর দীর্ঘদিনের। এটা সঠিক যে থানা কার্যক্রম ভাড়া বাড়িতে পরিচালিত হওয়ায় নাগরিকদের গাড়ি পার্কিংয়ে কিছুটা অসুবিধা হয়।২০২২ সালে ডিএমপি আবেদন করে প্লটের জন্য।
তবে স্বল্প পরিসরের মাঝেও আমরা চেষ্টা করছি নাগরিকদের আইনি অধিকার নিশ্চিত করার।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা