ঢাকা বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সেন্টমার্টিনে পর্যটক উন্মুক্ত রাখার দাবী


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ৪:৩৫

কক্সবাজারের সেন্টমার্টিনে ফেব্রুয়ারি মাসে সরকারি বিধি-নিষেধ প্রত্যাহার করে পর্যটক যাতায়ত উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দ্বীপবাসী।

বৃহস্পতিবার বেলা ১২ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন স্টেশনে দ্বীপবাসীর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে দ্বীপবাসীর পাশাপাশি স্থানীয় হোটেল-মেটেল ও কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্রলার মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, ভ্যান গাড়ী মালিক-শ্রমিক সমিতি এবং বাজার ব্যবসায়ি সমিতিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কয়েক শত লোকজন অংশগ্রহণ করেছেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেছেন,  চলতি পর্যটন মৌসুমে সরকারি বিধি-নিষেধের কারণে পর্যটক যাতায়ত সীমিত থাকায় এমনিতেই দ্বীপবাসী নানা সংকট ও সমস্যায় জর্জরিত। এতে আগামী বর্ষা মৌসুমে দ্বীপবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করবে। তার উপর দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে ফেব্রুয়ারি মাস থেকে সরকারি নির্দেশনা বহাল রাখায় দুঃশ্চিন্তায় রয়েছে দ্বীপবাসী।

সমাবেশে বক্তারা দ্বীপবাসীর প্রাণের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেছেন, দ্বীপবাসীর জীবন-জীবিকার কথা বিবেচনা করে সরকার যেন অন্তত ফেব্রুয়ারি মাসে যেন জাহাজ চলাচল চালু রেখে পর্যটক যাতায়তে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

সেন্টমার্টিন বাজার সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলোত্তর পথসভায় বক্তব্য রাখেন, টুয়াক এর সদস্য আকতার নুর, আইনজীবী ও সমাজকর্মি কেফায়েত উল্লাহ খান, স্থানীয় গণমাধ্যম কর্মি নুর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য হাবিব উল্লাহ খান ও হোটেল-মোটেল ব্যবসায়ি জালাল উদ্দিন প্রমুখ।

এ নিয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন সকালের সময়কে বলেন, মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। পযটন মৌসুমে ক্ষতি পুষিয়ে নিতে এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ফেব্রুয়ারি মাস পর্যন্ত বর্ধিত করার জন্য মানববন্ধন করেছেন। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টদের পাশাপাশি সকলকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণলয়ের সিদ্ধান্ত মতে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা রয়েছে। ওই সিদ্ধান্ত মতে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহি জাহাজ চলাচলের অনুমতি রয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। দ্বীপের বাসিন্দা, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এটি ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানালেও এ পর্যন্ত সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি। 

এ নিয়ে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ. ন. ম. হেলাল উদ্দিন উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। গত ২৮ জানুয়ারি দিন ধার্য থাকলে ওই রুটের শুনানী অনুষ্টিত হয়নি। তবে আদালত পরবর্তীতে শুনানীর জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করছেন। এখন ওই শুনানীর উপর নির্ভর করছে চলতি বছরে পর্যটকদের সেন্টমার্টিনে শেষ যাত্রা ৩১ জানুয়ারি হতে যাচ্ছে কিনা?

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী

বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান

সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী

তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু

তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা

দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র‌্যালী

শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'

মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা