লোহাগড়ায় ব্যবসায়ী পরিবারের ওপর হামলা, থানায় অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোসা: হুরি বেগম জানান, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে লোহাগড়া বাজারে মুরগির ব্যবসা করে আসছেন। তার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে গত ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ছাতরা গ্রামের মো.জাহাঙ্গীর সরদার (৫০), মো.জগলু সরদার (৩৫) ও মো. মনিরুল সরদার (৪০) সহ কয়েকজন দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়।হুরি বেগমের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে তার সন্তানদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার মেয়ে মোসা. হাসিনা তাদের গালিগালাজ করতে নিষেধ করলে জাহাঙ্গীর সরদার হুকুম দেয়, শুয়ারের বাচ্চাকে টেনে বের করে হত্যা কর। এরপর অন্যান্য অভিযুক্তরা একযোগে ঘরের ভেতরে ঢুকে হাসিনাকে ও তার শিশু সন্তানসহ টেনে বের করে এবং লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
এ সময় অভিযুক্ত জগলু সরদার হাসিনার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য ৭০,০০০ টাকা) ছিনিয়ে নেয়। মেয়েকে বাঁচাতে হুরি বেগমের আরেক মেয়ে মুক্তা এগিয়ে এলে মনিরুল সরদার তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে, এতে তার শরীরে কালশিরা পড়ে যায়।পরিস্থিতি বেগতিক দেখে হুরি বেগমের ছেলে মো. সাগর মোল্যা দুই বোনকে রক্ষা করতে গেলে বাঁশের লাঠি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে, যার ফলে সে রক্তাক্ত জখম হয়। হামলাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে ব্যবসার জন্য রাখা নগদ ১,৫০,০০০ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী রিপন শেখ ও জোসনা বেগমসহ আশপাশের লোকজন জানান, তারা হামলা ও লুটপাটের ঘটনা দেখেছেন।ভুক্তভোগী পরিবার দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধারের দাবি করেছেন। লোহাগড়া থানা পুলিশের কাছে। এ বিষয়ে অভিযুক্তরা বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানক ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
