ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ে রামদা খ্যাত জ্যোতি’গ্রেপ্তার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ২:৮

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা ‘রামদা জ্যোতি’ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জ্যোতি (৩২) নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন। ২০২৪ইং এর ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রামদা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালিয়েছে। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হামলা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

জ্যোতির গ্রেপ্তারের খবরে আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিবাহরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর সাহস না পায়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জ্যোতি এলাকায় নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। আ.লীগের আড়ালে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতেন। ছাত্র আন্দোলনের সময় তিনি রামদা হাতে ছাত্রদের ওপর হামলা করেছিলেন। রামদাসহ তার ছবি ফেসবুকে ভাইরালও হয়। তারপর থেকে তার নামের পরে রামদা জ্যোতি হিসেবে পরিচিতি পায়। এমন সন্ত্রাসী গ্রেপ্তারে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। এ বিষয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য যুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল