ঢাকা বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

১৬দিন পর পণ্যবাহী কার্গো ছেড়ে দিলো আরাকান আর্মি


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৫ বিকাল ৫:৩৩

১৬দিন পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টী আরাকান আর্মি। শনিবার বেলা পৌনে ১টায় পণ্যবাহী বোটটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছেছে। 

এর আগে গত ২০ জানুয়ারী আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের পৌছেছিল।  আজকে একটি পণ্যবাহী একটি বোট ঘাটে পৌছেছে  বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘এর আগে দুটি পণ্যবাহী কার্গো বোট আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। এই বোটগুলো মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে।"

তিনি বলেন,' ১৬ দিন পর আরাকান আর্মির হাতে আটক বোটটিও ছাড়া পেয়েছি। সেটি ঘাটে নৌঙরে আছে। আমাদের কার্যক্রম শেষে, মালামাল খলাস করা হবে।'

এদিকে এর আগে গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক পণ্যবাহী তিনটি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। এর মধ্য গত ২০ জানুয়ারী দুটি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।
 
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘১৬ দিন পর আটকা থাকা পণ্যবাহী কার্গো বোট ছেড়ে আরাকান আর্মি। এই মূহর্তে বোটটি ঘাটে পৌছেছে। ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে এসব পণ্যবাহী বোটগুলো আটক করার পর ইয়াংগুন থেকে কোন পণ্যবাহী কোন বোট আসেনি। ' 

স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছে, দেড় মাস পর গত ১৬ জানুয়ারী শনিবার ইয়াংগুন থেকে কয়েকজন ব্যবসায়ীর পণ্যবাহী কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয়। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় নাফ নদের মোহনায় সে দেশের জলসীমানায় নাক্ষ্যংকদিয়া নামক এলাকায় তল্লাশির নামে পণ্যবাহী তিনটি আটকে দিয়েছিল আরাকান আর্মি। এর মধ্যে আচার, শুঁটকি, সুপারি, কপিসহ ৫০ হাজারের বেশি বস্তা পণ্য রয়েছে। এসব পণ্য স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলী, ওমর ফারুক, মো.আয়াছ, এমএ হাসেম, মো. ওমর ওয়াহিদ, আবদুর শুক্কুর সাদ্দামসহ অনেকের। সর্বশেষ গত সোমবার সকালে সাতুরু এবং এমবি হারিকিউ লেছ নামে দুটি পণ্যবাহী বোট ফেরত আসলেও একটি কার্গো বোট আরাকান আর্মি হেফাজতে ছিল। সেটিও 
শনিবার ছেড়ে দিছে। এই বোটে ৩০ হাজারের বেশি বস্তা মালামাল রয়েছে।
   
এ বিষয়ে আমদানি কারক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘আরাকান আর্মির হাত থেকে ১৬ দিন পর পণ্যবাহী কার্গো বোট ঘাটে পৌছেছে।  সেখানে আমাদের ১৬'শ বস্তা শুটকি রয়েছে। ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।' 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘আরও একট পণ্যবাহী কার্গো ঘাটে পৌছেছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী

বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান

সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী

তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু

তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা

দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র‌্যালী

শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'

মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা