চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
চট্টগ্রাম চন্দনাইশে কাঞ্চননগর,বাদামতল,হাতিমারা,হাশিমপুরসহ বিভিন্ন পাহাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে বাগানের মালিক ও শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছেন পাহাড়ি সন্ত্রাসীরা। কিছুদিন আগেও ১০ থেকে ১৫ জন শ্রমিক বাগানে কাজ করার সময় অপহরণ করে নিয়ে গেলে,পরে শারীরিক নির্যাতন করে মুক্তিপন দিয়ে ছাড়া পান এইসব শ্রমিক। বর্তমানে তাদের ভয়ে বাগানে যেতে পারছেন না এলাকাবাসী এবং প্রতিনিয়তে আতংকে তাকে কে কখন অপহরণ হচ্ছে। এইসব সন্ত্রাসীদের অত্যাচার, মুক্তিপন দাবী,মেরেফেলার হুমকিতে বাগানের মালিকগণ নিরাপত্তাহীনতায় ভূগছেন। গত ২ ফেব্রুয়ারী বিকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড শিলংছড়ি দুর্গম এলাকা থেকে তিন পাহাড়ি সন্ত্রাসী আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। আটককৃত এইসব সন্ত্রাসীদের অবিলম্বে ফাঁসি এবং বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত (৪ই ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাদামতল এলাকায় গুইলদাছড়ী,বরগনি,খরনা,ওনা ছড়ির বাগানের মালিকগণ ও সর্বস্তরের জনগণের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাঞ্চননাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম,হাশিমপুর গণতন্ত্র যুবদলের সভাপতি ও ভুক্তভোগী মোজাম্মেল হক,ইউপি মেম্বার আয়ুব আলী,কাঠ ব্যবসায়ি শহীদুল ইসলাম,সাদেকুর রহমান,মুন্সি মিয়া,আবছার,আবু তাহের,সোলাইমান,সেলিম,রফিক,শাহা আলম ফকির,শামশুল আলম,বদিউল আলম,জালাল উদ্দিন,মফিজ,আলী আজগর প্রমুখ।
এমএসএম / এমএসএম