লোহাগড়ায় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে স্বর্ণালংকার হারালেন এক গৃহবধূ
নড়াইলের লোহাগড়ায় অগ্রণী ব্যাংকের শাখায় টাকা জমা দিতে গিয়ে এক গৃহবধূ তার স্বর্ণালংকার হারিয়েছেন।গত সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোসাঃ মনোয়ারা বেগম, স্বামী খন্দকার নুর মিয়া, সাং চর বকজুড়ি, থানা, লোহাগড়া, অভিযোগ করেন যে, তিনি ব্যাংকে একটি নির্দিষ্ট হিসাব নম্বরে টাকা জমা দিতে যান। তার সঙ্গে থাকা একটি জুয়েলারি পার্স থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা বের করে ব্যাংক কর্মকর্তার হাতে দেন। তবে অসাবধানতাবশত জুয়েলারি পার্সটি ব্যাংকের কাঠের বেঞ্চের ওপর রেখে তিনি বাইরে চলে আসেন।
প্রায় ১০ মিনিট পর পার্সটি ফেলে যাওয়ার কথা মনে হলে তিনি দ্রুত ফিরে গিয়ে পার্সটি পান, তবে তাতে থাকা স্বর্ণালংকার (৫ আনা ওজনের কানের দুল, ৬ আনা ও ১৪আনা ওজনের দুটি চেইন) ছিল না।
ভুক্তভোগী এ বিষয়ে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ তদন্ত সাপেক্ষে তার স্বর্ণালংকার উদ্ধারের অনুরোধ জানিয়েছেন।
ব্যাংকের ম্যানেজার গৌর চন্দ্র খাঁ জানিয়েছেন, ব্যাংকের অভ্যন্তরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসনের চাহিদা অনুযায়ী সিসি ক্যামেরার ফুটেজ সরবরাহ করা হবে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম