কুড়িগ্রামে সবকটি পেট্রোল পাম্প বন্ধ
কুড়িগ্রাম অনির্দিষ্টকালর জন্য পেট্রাল পাম্প তেল বিক্রি বন্ধ করে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মালিকেরা।
সড়ক জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগর সকল পেট্রাল পাম্প অনির্দিষ্টকালর জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘটর ডাক দিয়েছেন বাংলাদশ পেট্রালিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট এন্ড পেট্রাল পাম্প ওর্নাস অ্যাসাসিয়েশন।
এরই প্রেক্ষিতে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কুড়িগ্রামেরও সবকটি পেট্রাল পাম্প অনির্দিষ্টকালর জন্য এই ধর্মঘট শুরু হয়। পাম্প বন্ধ থাকায় তেল না পেয়ে বিপাক পড়েছেন পেট্রাল নির্ভরশীল বিভিন যানবাহনের চালকরা।
সরজমিন দেখা যায়, বাংলাদশ পেট্রালিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রাল পাম্প ওনার্স অ্যাসাসিয়শনর সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে কুড়িগ্রামসহ রংপুর বিভাগর সব পরট্রাল পাম্প বন্ধ কর দেন মালিকরা। যার কারণে কুড়িগ্রামর এসএস পেট্রাল পাম্প, সােনামণি ফিলিং স্টেশন, মেসার্স পনির অ্যান্ড সন্স পাম্পসহ সব পেট্রাল পাম্প অনির্দিষ্টকালর জন্য বন্ধ রয়েছে। জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকায় যানবাহন চালকরা ও মােটরসাইকল চালকরা তেল নিতে এসে পাম্প থেকে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন।
পেট্রাল পাম্প তেল নিতে আসা মােটরসাইকেল চালক শহিদুল ইসলাম বলেন, আমি ফুলবাড়ী থেকে শহর এসেছি ব্যক্তিগত কাজে। এখানে এসে আমার গাড়ির তেল শেষ হয়, এখন তেল কেনার জন্য কয়েকটা পাম্প গেলাম, সবখান দেখি বন্ধ। কেউ তেল বিক্রি করছে না। এ সময় তেল কিনতে আসা আরা কয়েকজন মােটরসাইকেল চালক ক্ষােভ প্রকাশ করেন।
কুড়িগ্রামর নাগশ্বরীর মেসার্স জুলখা পেট্রাল পাম্পর মালিক জামান আহমদ কাজল বলেন, বাংলাদশ সড়ক ও জনপদ বগুড়া ও নওগাঁর হামিম ফিলিং স্টেশন কােন প্রকার পূর্ব ঘােষিত নােটিশ ছাড়াই উচ্ছেদ করে। সেই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বাংলাদশ পেট্রালিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রাল পাম্প ওনার্স অ্যাসাসিয়েশন রংপুর ও রাজশাহী বিভাগের সকল পেট্রাল পাম্প ধর্মঘটের ডাক দেয়। আমরা কুড়িগ্রাম জেলার সব পেট্রাল পাম্প মালিক সেই ডাক সমর্থন জানিয়ে ধর্মঘট পালন করতেছি।
কুড়িগ্রামর চিলমারী উপজলার মেসার্স সাগর ফিলিং স্টেশন এর মালিক মাহফুজার রহমান মঞ্জু বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন মেনে বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছি। নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগ কর্তক আকষ্মিক এই অভিযানের তীব্র নিদা জানাছি।
এমএসএম / এমএসএম
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা
চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি