ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

খালিয়াজুরীতে নিয়োগের নামে বাণিজ্যের অভিযোগ


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:৫২

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করে টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জিযাখড়া গ্রামের শফিক, শাম্মী আক্তারসহ অনেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ময়মনসিংহ, জেলা প্রশাসক নেত্রকোনা, জেলা শিক্ষা কর্মকর্তা নেত্রকোনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিয়াজুরী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা খালিয়াজুরী বরাবর অভিযোগ করেছেন। 

গত ১ সেপ্টেম্বর প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৪টি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির নামে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, চারটি পদে নিয়োগে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন নিয়োগ বোর্ডের সদস্য সচিব প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এবং কমিটির সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। অভিযোগে আরো উল্লেখ করা হয়, শফিকুল ইসলাম ও শাম্মী আক্তার দুজনই মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার কোটা অনুসরণ না করে টাকার বিনিময়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে দুজনকে নিয়োগ দেয়া হয়। মুক্তিযোদ্ধার স্ত্রী রেভা রানী ওই বিদ্যালয়ে আয়া পদে কর্মরত ছিলেন। তিনি সামান্য অসুস্থ হয়ে পড়লে তাকে কোনো ধরনের সহযোগিতা না করে জোরপূর্ব্বক চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি। রেভা রানীকে পদত্যাগ করানোর পর তার দেবরের ছেলে প্রিয়তোষ দেবনাথকে ওই পদে চাকরি দেবে বলে তার কাছ থেকে দেড় লোখ টাকা নেন সভাপতি জাহাঙ্গীর চৌধূরী। এমনকি প্রিয়তোষ দেবনাথকে দুই বছর খাটানো হয় তাকে চাকরি দেয়ার কথা বলে। কিন্তু দেখা যায় মুক্তিযোদ্ধা কোটা লংঘন ও পূর্বে প্রতিশ্রুতি দেয়া প্রিয়তোষ দেবনাথকে চাকরি না দিয়ে একজন হতদরিদ্র ছেলেকে প্রতারণার ফাদে ফেলে টাকা নেয়ায় সে এখনো ঋণগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও পাচ্ছে না কোনো সুরাহা।

এলাকাবাসীর তথ্যমতে জানা যায়, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর যোগসাজশে কোটা লংঘন করে অধিক টাকার বিনিময়ে তাদের মনোনীত প্রার্থীকে আলাদা রুমে বসিয়ে ও প্রশ্নপত্র আগেই দিয়ে দেয়, যাতে বেশি নম্বর পাওয়ার সুযোগ পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মনোনীত প্রার্থীকে দুটি উত্তরপত্র প্রদান করা হয়। একটি পরীক্ষার্থীর জন্য আরেকটি নিয়োগ কমিটি তাদের পছন্দের প্রার্থীকে বেশি নাম্বার পাওয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য।

এ বিষয়ে নিয়োগ কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যথাযথ নিয়ম অনুযায়ী পরীক্ষা নেয়া হয়েছে। অনিয়মের বিষয়ে কথা বললে তিনি বলেন, সভাপতি সবকিছু বলতে পারবেন। সভাপতির সাথে যোগাযোগ করুন বলে ফোন কেটে দেন।

সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কথা না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, আমি নানান কাজে ব্যস্ত থাকায় বিষয়টি ভালোভাবে দেখিনি। তবে শুনেছি বাইরের কিছু আবেদন জমা পড়েছে। স্থানীয় ও মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তারা কোনো কাগজপত্র জমা দেয়নি। প্রিয়তোষ দেবনাথের কাছ থেকে দেড় লাখ টাকা গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ তো থাকতেই পারে।

‍এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা কোটা বেসরকারি চাকরিতে কতটুকু মানা হয় তা আমার জানা নেই। তবে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে ৫% কোটা সংরক্ষণ করা হয়। তাছাড়া পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষক কিংবা সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান আছে তা আমাকে অবহিত করেননি।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম অভিযোগপ্রাপ্তির বিষয় নিশ্চিত বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে তদন্ত করে প্রাপ্ত প্রতিবেদন যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।

অভিযোগকারীদের প্রত্যাশা, সরেজমিনে তদন্ত করে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ ও পুনঃনিয়োগ পরীক্ষার মাধ্যমে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রদানে ব্যবস্থা নেয়া হবে ‍এবং তার সাথে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক ও কমিটির সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ