দোহাজারীতে এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে গনতান্ত্রিক ব্যবসায়ি দলের কমিটি ঘোষণা
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী পৌরসভাস্থ এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ৭ঘটিকার সময় পৌরসভাস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সিটি সেন্টারের সামনে দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে দোহাজারী গনতান্ত্রিক ব্যবসায়িক দলের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলডিপির প্রতিষ্ঠাতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব ড.কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওমর ফারুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এম. এ জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি জনাব ইয়াকুব আলী,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল,চন্দনাইশ উপজেলার এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম,সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল,সহ-সভাপতি জসিম হাইদার,আলহাজ্ব জামাল উদ্দিন। উক্ত কমিটিতে নাজিম উদ্দিনকে সভাপতি ও সেলিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ৫১বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম