ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বুদ্ধিজীবী ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জাকে ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ৪:২৪

সময়ের কন্ঠস্বর ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জার সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ইএসডিও’র আয়োজনে অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, যুগ্ম সচিব পরিতোষ রায়, ইএসডিও’র সভাপতি মো: সফিকুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদসহ
অনুষ্ঠানে ইএসডিও’র পক্ষ থেকে বুদ্ধিজীবী ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জাকে উত্তরীয় পরিয়ে দেন নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজামান। পরে সংস্থার পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। একই সাথে  ঠাকুরগাঁও প্রেসক্লাব, ইএসডিও’র বিভিন্ন ইউনিট, জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ড. শামারুহ্ মির্জা তার বক্তব্যে বলেন, পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনো আসেনা, তাই পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনে সফলতা পেতে হলে এই পরিশ্রম তার মূল চাবিকাঠি।
তরুণদের উদ্দেশ্যে ড. ফাহাম আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, সত্যের পথে চলা ও সত্যকে সত্য বলার মধ্য দিয়েই জীবনের চলার পথ সহজ করা সম্ভব। কারণ মিথ্যা আশ্রয় নিলে সেটা মিথ্যেই থেকে যাবে। তাই সকলকে নিজের মধ্যে সত্যকে ধারণ করতে হবে, তাহলেই জীবনে সফল হওয়া যাবে।
উল্লেখ্য যে, ড. শামারুহ্ মির্জা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ও ড. ফাহাম আব্দুস সালাম জামাতা। 

এমএসএম / এমএসএম

ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

তিতাসের মাদক কারবারি মালেক মিয়ার জুয়া ও মাদক থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী

নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য যুক্ত পানি, দুর্গন্ধ ও আবর্জনার স্তূপ

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা