ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সাংবাদিক জহিরুলের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৩:৫০

বাংলাভিশনের কলাপাড়া প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মো. গোলাম রহমান।

এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী চেম্বার অব কমার্স সভাপতি, মোঃ কামাল হোসেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হক তপন।  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাড. শরীফ মোহাম্মদ সালাউদ্দিন। পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মজিবুর রহমান টোটন। পটুয়াখালী (বি.এন.এস.বি) চক্ষু হাসপাতালের সাধারন সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ বসির মৃধা, সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব। পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস।
এসময় মানববন্ধনে সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সোহরাব হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলাটি পরিকল্পিত এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী এলাকায় নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তরা জহিরুল ইসলাম মিরনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার দুই হাত, মাথা ও বুকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং সফল অস্ত্রপাচার হয়েছে।

এ ঘটনায় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত চলছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে গৃহবধুর গলা কাটা মরদেহ উদ্ধার

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম

শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত