ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে সাবেক মহিলা এমপি কাজী হেলেনে’র অবিতরনকৃত সরকারী ত্রানের লুট হওয়া কম্বল খাল থেকে উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৬

পটুয়াখালীর সাবেক সংরক্ষিত আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর সংরক্ষণে থাকা সরকারী কম্বল ও ক্রিকেট খেলার সামগ্রী ছিনিয়ে নেয়ার ১৬ ঘন্টা পর খাল থেকে উদ্ধার করেছেন সমন্বয়করা। শনিবার রাত ১টার সময় পৌর শহরের টাউন জৈনকাঠী এলাকার বকুলবাড়িয়া খাল থেকে এসব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও (২০১৮-২৩ সালের) সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন তার বাসার পাশের প্রতিবেশী গ্রামীণ ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এর বাসার ৪ তলায় সরকারি বরাদ্দকৃত কম্বল ও ক্রিকেট খেলার সামগ্রী জোর করে রেখে পালিয়ে যান। পরবর্তীতে সেই কম্বল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শহরের প্রভাবশালী এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের সবুজ বাগ ৮ নম্বর লেনে জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের এক বিশেষ অভিযান চলাকালীন সময়ে এমন তথ্য উঠে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পরবর্তী সময়ে সাবেক মহিলা এমপি কাজী কানিজ সুলতানা (হেলেন) তার প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের বাসার চার তলায় একটি খোলা রুমে জোরপূর্বক কিছু সরকারি কম্বল রেখে যান। ৬ জুলাই থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত কম্বল গুলো ক্যাংক কর্মকর্তার বাসার ছাদেই একটি রুমে ছিল। কিন্তু ৮ ফেব্রুয়ারী ভোরে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসিফ ইকবাল মাহমুদ অনিক (বাবু) তার সঙ্গীদের নিয়ে সেই কম্বল গুলো নিয়ে যান। এমনই অভিযোগ করেছেন ব্যাংক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

ব্যাংক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, 'সাবেক মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন ৬ আগষ্ট পালিয়ে যাওয়ার যাওয়ার সময় আমার বাসায় ৭-৮ বস্তা সরকারি কম্বল ও কিছু খেলাধুলার সামগ্রী রেখে যান। সেগুলো আমার বাসার চার তলার একটা খোলা রুমেই রাখা ছিলো, কিন্তু হঠাৎ করেই আজ ছাত্রদলের বাবু কম্বল গুলো নিয়ে গেছে। তবে আমার উচিত ছিলো ৫ আগষ্টের পর প্রশাসনকে বিষয়টা জানানো।' 
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা আসিফ ইকবাল মাহমুদ অনিক (বাবু) বলেন, ‘আমি সেখানে যাই নি তবে শুনেছি সেখানে কম্বল কেন্দ্রিক একটা ঘটনা ঘটেছে। ’ঘটনার সিসিটিভি ফুটেজ আছে শুনে তিনি বলেন, ‘আমি শুধু সেখানে গিয়েছি, গিয়ে তার সাথে একটু কথা বলেই চলে আসছি।
এদিকে এ বিষয়টি নিয়ে পটুয়াখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক সহ সর্বত্র আলোচনা – সমালোচনা শুরু হয় ।পরবর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কম্বল নিয়ে গতকাল ৮ ফেব্রুয়ারী রাতে নিজের পেইজে একটি স্টাটাস দেন সাবেক মহিলা এমপি কাজী কানিজ সুলতানা (হেলেন)। তিনি তার ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ২০১৯-২৩ সন পর্যন্ত পটুয়াখালীর সংরক্ষিত মহিলা এমপির দায়িত্বে ছিলাম। এই দায়িত্বে থাকাকালে সরকারিভাবে যেটুকু কম্বল পেতাম তার সাথে আমার নিজের ক্রয়কৃত কম্বল মিলিয়ে  প্রতিবছর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি উপজেলা এবং পৌর শহরের সকল গরিব দুস্থ অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করতাম। সংরক্ষিত মহিলা আসনের বরাদ্দ অত্যন্ত কম ছিল এই জন্য আমি নিজেও কিছু কম্বল ক্রয় করতাম এবং শীতার্তদের মাঝে বিতরণ করতাম যা আমার জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের কাছে প্রমাণ হিসেবে রয়েছে। সেই সাথে আমার ফেসবুক ওয়ালেও প্রতিবছরের প্রমাণ রয়েছে। আমার সংসদ সদস্যের সময়কাল শেষ হয় ২০২৩ এর ডিসেম্বর মাসে।'

এছাড়াও তিনি আরও লিখেছেন, ‘২০২৪ সালের জুন মাসের দিকে আমি ১২০ পিস কম্বল ক্রয় করি ওই বছরের শীতের শুরুতে আমার এলাকাবাসীর মধ্যে বিতরণের জন্য। কিন্তু ২০২৪ এর ৫ আগস্ট অনাকাংখিত পরিস্থিতির কারণে এলাকায় যেতে না পারায় কম্বলগুলো বিতরণ করা সম্ভব হয়নি। ৫ আগস্ট বাসায় প্রচুর ভাঙচুর হয়েছিল, এই গরীব মানুষের কম্বলগুলো যাতে লুটপাট না হয় সেই জন্য ৬ আগস্ট আমার বাসার ঠিক সামনের বাসায় প্রতিবেশীর ছাদে এই ১২০ পিস কম্বল রেখেছিলাম নিরাপত্তার কারণে। ভেবেছিলাম যখন এলাকায় আসতে পারবো তখন এগুলো বিতরণ করবো। কিন্তু কে বা কারা এগুলো প্রতিবেশীর বাসা থেকে লুট করে নিয়ে গেছে। পটুয়াখালীর জনগণ প্রমাণ আমি প্রতিবছর শীতের মৌসুমে কি পরিমান কম্বল বিতরণ করতাম। আমার আর কিছু বলার নেই’

উক্তি ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিরা বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের আমলে সকল দায়িত্ব প্রাপ্ত নেতারাই প্রচুর পরিমান লুটপাট করেছে তার প্রমান এগুলোই। যারা জনগণের সামান্য কম্বল লুটপাট করতে পারে তাদের দ্বারা সব কিছুই সম্ভব। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত তারা সকলকেই আইনের আওতায় আনা হোক।’

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন কর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাবেক মহিলা সংসদ সদস্যের বাসার সামনে একটি বাসায় কিছু সরকারি কম্বল ও খেলাধুলার সামগ্রী আছে। তথ্যের ভিত্তিতে আমরা ৮ ফেব্রæযারী বিকেলে ঐখানে অভিযান পরিচালনা করি। অভিযোগের সত্যতা পাওয়া, গেলেও আলামত পাওয়া যায়নি। যেহেতু কোনো আলামত পাইনি তাই মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি।
এদিকে, গত মধ্যরাতে গোপন সংবাদের ভিক্তিতে শহরের টাউন জৈনকাঠী এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া সরকারী ত্রানের কম্বলের মধ্যে ২৫ টি কম্বল এবং ক্রিড়া পরিদপ্তরের বিক্রয় অযোগ্য ৬ টি ক্রিকেটের প্যাড ও ২ টি হেলমেট পরিত্যাক্ত অবস্থায় একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।  সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন কর আরোও জানান, সরকারী ত্রানের যে মালামাল যার বাড়িতে রেখে যাওয়া হয়েছিল, তিনি জানিয়েছেন তার নিকট জোর করে সাবেক মহিলা সংসদ সদস্য কাজী কানিজ হেলেন ঐ গুলি রেখে গিয়েছিলেন। তাই সরকারী এই মালামাল আতœৎসাতের দায়ে সাবেক মহিলা সংসদ সদস্য কাজী কানিজ হেলেন এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে। 

এমএসএম / এমএসএম

আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার

কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা

‎ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু