সংস্কার বিচার ও নির্বাচন একসূত্রে গাঁথাঃ আসাদুজ্জামান ফুয়াদ

সোমবার বিকাল ৩ টায় নেত্রকোনা জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে কর্মী সম্মেলন ও জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার আহ্ববায়ক প্রকৌশলী প্রফেসর ড.আব্দুল মান্নান ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা (এবি পার্টি) সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী। এ সময় প্রধান অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশে ৫৩ বছরে কোন রাজনৈতিক দলই সমস্যা সমাধানের রাজনীতি করেনি। যে শিক্ষাব্যবস্থা আমাদের জাতিকে দক্ষ জনশক্তি করে উন্নত করে তুলে ধরবে বিশ্বের বুকে সেই শিক্ষা ব্যবস্থা এখন বেকার তৈরীর আতুরঘরে পরিনত হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতার সার্টিফিকেট এখন রাজনৈতিক দলের লিফলেট পরিনত হয়েছে। একজন অর্নাস/মাস্টার্স পাশ শিক্ষার্থীর পিছনে ৫০-৬০ লক্ষ টাকা খরচ করতে হয় অথচ সেই নাগরিকরা যখন বিদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশনে উপস্থিত হয় তখন তাকে প্রবাসী বলে অপমান করা হয়। এজন্য তৃতীয় ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করার রাজনীতি বিনির্মান প্রয়োজন। এজন্য শিক্ষা ব্যবস্থাসহ সকল কিছু সংস্কার করতে হবে।
বিশেষ অতিথির এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহবায়ক অ্যাড. ছানোয়ার হোসেন বলেন,হাঁটি হাঁটি পা পা করে এবি পার্টি আজকে বিভাগের প্রতিটি জেলায় তার বিস্তার তৈরী করছে যা আওয়ামী ফ্যাসিবাদীদের আমলে কোনভাবেই সম্ভব ছিল না। গুম-খুন-গনহত্যা ও লুটপাটের যে রাজনীতি গত ১৬ বছর ধরে চলেছিল, তা শুধু দেশকেই ডুবায়নি,বরং ফ্যাসিবাদীদেরও রাজনীতির কবর রচিত হয়েছে।
সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি ) কেন্দ্রীয় সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নেত্রকোণার কৃষকদের সমস্যা তুলে ধরে বলেন, দেশে সবচেয়ে বড় নিরব সিন্ডিকেটের শিকার কৃষকরা। কম দামে কৃষি পণ্য কিনে কোল্ড স্টোরেজের মালিকরা চড়া দামে বিক্রি করছে। এমনকি তারা কোল্ড স্টোরেজের সংরক্ষণ চার্জও দ্বিগুণ করেছে যা ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের স্বার্থ বিরোধী।
অনুষ্ঠানে এছাড়া আরোও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ,যুব পার্টির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল,নেত্রকোণা জেলার (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব তারেক রহমান ফয়সাল যুব পার্টির আহ্ববায়ক আব্দুর জলিল,জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম,এবি যুব পার্টির আহ্ববায়ক শিহাব ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম কর্মীগণ।
এমএসএম / এমএসএম

জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: মঈন খান

ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের ভয়ে প্রাণে বাঁচতে দুই যুগেরও বেশি পৈতৃক ভিটেমাটি ছাড়া পরিবারসহ দু'ভাই

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

টেকনাফে একজনকে জবাই করে হত্যা

পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি প্রার্থী ফয়সল আলীম

জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়- মুহাম্মদ শাহাজাহান

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুড়ীতে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত

পাটের দামে ফুরফুরে মেজাজে বারহাট্টার কৃষকরা

জাতীয় দলের ক্রিকেটার এবাদতের বাবার ইন্তেকাল, দাফন সম্পন্ন

মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা
