ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সংস্কার বিচার ও নির্বাচন একসূত্রে গাঁথাঃ আসাদুজ্জামান ফুয়াদ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১১-২-২০২৫ দুপুর ১:৪০

সোমবার বিকাল ৩ টায় নেত্রকোনা জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে কর্মী সম্মেলন ও জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার আহ্ববায়ক প্রকৌশলী প্রফেসর ড.আব্দুল মান্নান ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা (এবি পার্টি) সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী। এ সময় প্রধান অতিথি ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি তার বক্তব‍্যে বলেন,বাংলাদেশে ৫৩ বছরে কোন রাজনৈতিক দলই সমস্যা সমাধানের রাজনীতি করেনি। যে শিক্ষাব্যবস্থা আমাদের জাতিকে দক্ষ জনশক্তি করে উন্নত করে তুলে ধরবে বিশ্বের বুকে সেই শিক্ষা ব্যবস্থা এখন বেকার তৈরীর আতুরঘরে পরিনত হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতার সার্টিফিকেট এখন রাজনৈতিক দলের লিফলেট পরিনত হয়েছে। একজন অর্নাস/মাস্টার্স পাশ শিক্ষার্থীর পিছনে ৫০-৬০ লক্ষ টাকা খরচ করতে হয় অথচ সেই নাগরিকরা যখন বিদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশনে উপস্থিত হয় তখন তাকে প্রবাসী বলে অপমান করা হয়। এজন‍্য তৃতীয় ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করার রাজনীতি বিনির্মান প্রয়োজন। এজন‍্য শিক্ষা ব্যবস্থাসহ সকল কিছু সংস্কার করতে হবে।

বিশেষ অতিথির এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহবায়ক অ্যাড. ছানোয়ার হোসেন বলেন,হাঁটি হাঁটি পা পা করে এবি পার্টি আজকে বিভাগের প্রতিটি জেলায় তার বিস্তার তৈরী করছে যা আওয়ামী ফ‍্যাসিবাদীদের আমলে কোনভাবেই সম্ভব ছিল না। গুম-খুন-গনহত‍্যা ও লুটপাটের যে রাজনীতি গত ১৬ বছর ধরে চলেছিল, তা শুধু দেশকেই ডুবায়নি,বরং ফ‍্যাসিবাদীদেরও রাজনীতির কবর রচিত হয়েছে।

সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি ) কেন্দ্রীয় সাধারন সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নেত্রকোণার কৃষকদের সমস্যা তুলে ধরে বলেন, দেশে সবচেয়ে বড় নিরব সিন্ডিকেটের শিকার কৃষকরা। কম দামে কৃষি পণ‍্য কিনে কোল্ড স্টোরেজের মালিকরা চড়া দামে বিক্রি করছে। এমনকি তারা কোল্ড স্টোরেজের সংরক্ষণ চার্জও দ্বিগুণ করেছে যা ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের স্বার্থ বিরোধী। 

অনুষ্ঠানে এছাড়া আরোও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ,যুব পার্টির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল,নেত্রকোণা জেলার (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব তারেক রহমান ফয়সাল যুব পার্টির আহ্ববায়ক আব্দুর জলিল,জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম,এবি যুব পার্টির আহ্ববায়ক শিহাব ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম কর্মীগণ। 

এমএসএম / এমএসএম

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নন্দীগ্রামে ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

কুড়িগ্রাম-১আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাইফুর রহমান রানা

বিকেল ৩ টার পর অসহায় হয়ে পড়েন মনপুরা দ্বীপের দেড় লক্ষ মানুষ

রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী

আসলাম চৌধুরীর বিএনপি থেকে পদত্যাগের খবর ভিত্তিহীন মিথ্যা

মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের কান্ডারি নাসির উদ্দিন আহমেদ মিঠু