ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি আবু সুফিয়ান এর বিরুদ্ধে অবৈধভাবে টেন্ডার বাতিল এর অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-২-২০২৫ রাত ১১:১৫

প্রাণিসম্পদ অধিদপ্তরের স্বৈরাচারী পতিত সরকারের দোষর ভারপ্রাপ্ত ডিজি আবু সুফিয়ান ও প্রাণিসম্পদ ঔষধাগার এর পরিচালক ডাক্তার শাহিনুর আলম এখনও বহাল তরিয়াতে দাপিয়ে বেড়াচ্ছেন  প্রাণিসম্পদ অধিদপ্তরে। শুধু মাত্র কমিশন বানিজ্যর কারনে এই দুই কর্মকর্তা যোগসাজশে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। সদ্য যোগাযোগ কৃত ভারপ্রাপ্ত ডিজি বেপরোয়া হয়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন হর হামেশে। বিগত সময় তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকলেও স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের মন্ত্রীদের ছত্র ছায়ায় সেই সকল অভিযোগ ধামাপাচা পড়ে যায় তাদের অদৃশ্য শক্তির কারণে। গত ৫ ই আগষ্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্য মিছিল করতে দেখা যায় ভারপ্রাপ্ত ডিজি আবু সুফিয়ান, পরিচালক ঔষধাগার শাহিনুর আলম সহ একাধিক কর্মকর্তাগণদের কে। ভারপ্রাপ্ত ডিজি আবু সুফিয়ানের বিরুদ্ধে সরকারের উচ্চ পর্যায় ব্যবস্থা গ্রহণ না করে তাকে পুরস্কার স্বরূপ প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির পদটি বাগিয়ে নেন। সূত্রে জানা যায় ভারপ্রাপ্ত ডিজি আবু সুফিয়ান ক্ষমতার প্রভাব খাটিয়ে অনিয়ম কে নিয়ম বানানোই তার কাজ। শুধুমাত্র আর্থিক সুবিধার কারণে এই ধরনের কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন তিনি। সম্প্রতি প্রাণিসম্পদ ঔষধাগারে বিভিন্ন লটে দরপত্র আহ্বান করে প্রায় ২৯ কোটি টাকা ঔষধ, ভিটামিন, ক্রীমিনাশক সরবরাহ সংক্রান্ত দরপত্র আহ্বান করেন ৩১টি প্যাকেজে ৪ ডিসেম্বর ২০২৪। সেই দরপত্রের আলোকে মূল্যায়ন কমিটির সুপারিশ পরিপ্রেক্ষিতে অনুমোদন প্রদান করে দরপত্র প্রাপ্ত ঠিকাদারদের অনুকূলে নোয়া প্রদান করেন কেন্দ্রীয় ঔষধাগার। ভারপ্রাপ্ত ডিজি আবু সুফিয়ানের মনোনীত ঠিকাদার উল্লেখিত দরপত্রের কোন কার্যাদেশ না পাওয়ায় তিনি ক্ষমতা অপব্যবহার করে গত ২০-০১-২০২৫ তারিখে স্মারক নং ৩৩.০১.০০০০.১০১.২৭.০১১(২).২৪-১৬৪ স্মারক মূলে দরপত্রগুলো প্রতিযোগিতা সীমিত করা হয়েছে মর্মে উল্লেখ করে বাতিল করত:, প্রাণিসম্পদ ঔষধাগারে মেডিসিন ক্রয় সংক্রান্ত ২৪টি প্যাকেজে দরপত্র আহ্বানের নির্দেশ প্রদান করেন পরিচালক প্রাণিসম্পদ ঔষধাগারকে। আহ্বানকৃত দরপত্র বাতিল করার ক্ষমতা শুধুমাত্র টেন্ডার আহ্বানকৃত কর্মকর্তা। সেক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে পুনরায় টেন্ডার আহ্বানের নির্দেশ প্রদান করেন শুধুমাত্র ডিজির আর্থিক সুবিধার কারণে। ২৪টি লটের যে সকল ক্রয় প্রক্রিয়া সংক্রান্ত পুনরায় টেন্ডার আহ্বান করা হয়েছে তার বেশির ভাগই একমি কোম্পানীর সাথে যোগসাজসে কোম্পানীর ঔষধ বলে দরপত্র সূত্রে ও গোপন সূত্রে জানা যায়। সূত্রে আরো জানা যায়, ভারপ্রাপ্ত ডিজির টেন্ডার আহ্বানের দরপত্র বাতিলের বিষয়ে গত ২১-০১-২০২৫ তারিখে যার স্মারক নং ৩৩.০১.০০০০.১০৪.০৭.০০১.২৪-২৫/৮৩ স্মারকে বাংলাদেশ পাবলিক প্রোকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর নিকট মহা পরিচালকের স্মারকের সূত্র ধরে পত্র প্রেরণ করেন পরিচালক প্রাণিসম্পদ ঔষধাগার। পত্র সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের চিকিৎসা ও শল্য চিকিৎসার সরঞ্জমাদি (৩২৫২১০৫) কোটের বরাদ্দ হইতে ভ্যাটেরিনারী ঔষধ কেমিক্যাল ক্রয়ের লক্ষে ১৮-১২-২০২৪ তারিখের উন্মুক্ত করন কমিটি কর্তৃক দরপত্র উন্মুক্ত করা হয় এবং পরবর্তীতে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়ন শেষে online Evaluation Report অনুমোদন ক্রমে ১৯টি দরপত্রের  Notification ofAward (NOA) প্রদান করা হয়। যার বিপরীতে দর দাতা কর্তৃক পারফরমেন্স সিকিউরিটি দাখিল করার পরে দরপত্র বাতিল ও পারফরমেন্ট সিকিউরিটি অবমুক্ত করার প্রক্রিয়ার বিষয়ে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলেও (সিপিডিইউ) সেন্টার প্রোকিউরমেন্ট এনটিটির মতামত উপেক্ষা করে পুনরায় ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার আহ্বান করেছেন ভারপ্রাপ্ত ডিজি ও পরিচালক শাহিনুর আলম এর যোগসাজসে। টেন্ডার সংক্রান্ত প্রতারণার আশ্রয় নিয়ে টেন্ডার আহ্বান করেছেন তারা। অন্যদিকে মহামান্য হাইকোটের গত ৩০-০১-২০২৫ তারিখে দূর্বার ট্রেড ইন্টারন্যাশনাল নামক এক ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক-মোঃ নাঈম বাদী হয়ে রিট পিটিশন দ্বায়ের করেন যার রিটপিটিশন নং-১৯১৭, রিটপিটিশনে বিবাদী করা হয় সচিব মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সিইও, বাংলাদেশ পাবলিক প্রোকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর। পরিচালক প্রশাসন প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিচালক প্রাণিসম্পদ ঔষধাগার কে। উক্ত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে রিট আবেদনের শুনানি এবং প্রয়োজনীয় আদেশ তারিখ হইতে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে মর্মে উল্লেখ করেন। এছাড়াও মাননীয় হাইকোট ডিভিশন ব্রাঞ্চ রিমোশন হিসেবে বিচারাধীন তাই এটি আইনগত প্রত্যাশায়ে উপরে উল্লেখিত রিট পিটিশনের বিষয়ে মাননীয় হাইকোট বিভাগ কর্তৃক আদেশটি পাস না হওয়া পর্যন্ত প্রত্যেক উত্তর দাতাদের দুই সপ্তাহ অপেক্ষ করার জন্য বলা হয়। ডিজি আবু সুফিয়ান পরিচালক প্রাণিসম্পদ ঔষধাগার শাহিনুর আলম উচ্চ আদালতের রায়কে উপেক্ষা করে দেশের সর্বোচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দুই সপ্তাহ অপেক্ষা না করে তড়িঘড়ি করে পুনরায় টেন্ডার আহ্বান করেছেন শুধুমাত্র তাদের মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। উক্ত অভিযোগের সত্যতা জানার জন্য ভারপ্রাপ্ত ডিজি আবু সুফিয়ানের মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ না করায় তার কোন মতামত পাওয়া যায়নি। পরিচালক ঔষধাগার শাহিনুর আলম এর মোবাইলে ফোন দিয়ে পুনরায় ২৪টি লটের আহ্বানকৃত দরপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টেন্ডার আহ্বান করেছেন বলে জানান। সিপিটিইউ এর নিকট যে পত্র প্রেরণ করেছিলেন তার মতামত উপেক্ষা করে দরপত্র আহ্বান করেছেন বলে জানতে চাইলে তার কোন সদ উত্তর দিতে পারেননি। মন্ত্রণালয়ের সচিব আহ্বানকৃত দরপত্র সংক্রান্ত বিষয়ে জানেন কি না জবাবে এক বলেন হ্যা/ আরেকবার বলেন না। মহামান্য হাইকোটের রিট পিটিশনের বিষয়ে জানতে চাইলে তিনি জানেন বলে জানান। দুই সপ্তাহের মধ্যে রিট পিটিশনের বিষয়ে মহামান্য হাইকোট একটি সিদ্ধান্ত দিবেন তড়িঘড়ি করে দুই সপ্তাহ পুর্ণ না হতে নতুন করে টেন্ডারের আহ্বান করেছেন। তিনি কোন সদ উত্তর না দিয়ে লাইনটি কেটে দেন। বিগত সময় মন্ত্রণালয়ের নির্দেশক্রমে একাধিক তদন্ত করেছেন তিনি দূর্নীতিবাজ পিডি নন্দ দুলালের তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন শুধুমাত্র আর্থিক সুবিধার কারণে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও লোভনীয় জায়গায় পোস্টিং নিয়ে টেন্ডার ও কমিশন বাণিজ্য নিয়ে ব্যবস্ত সময় পার করছেন পরিচালক শাহিনুর আলম। উল্লেখ্য বর্তমান পরিচালক শাহিনুর আলম মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে চুক্তিপত্র স্বাক্ষরিত না হইয়া পরেও সন্তোষজনকভাবে স্বাক্ষরিত হয়েছে এবং কন্ট্রাক এয়ার্ড না করে, কন্ট্রাক এয়ার্ড করা হয়েছে মর্মে ইজিবিতে এসএমএস দিয়ে সংশ্লিষ্টদের পিজি অবমুক্ত করেছেন উক্ত বিষয়টির বিষয়ে ঠিকাদারগণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর সচিব মহোদয় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিতভাবে অভিযোগ করে ও অবগতি করে তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি।

এমএসএম / এমএসএম

গাজীপুর গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আতিকের ঢাকায় ১৯ বছরের লুটপাটের রাজত্ব

মসজিদের নামে জমি দখলের চেষ্টা করছে মল্লিক বিল্ডার্স

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি আবু সুফিয়ান এর বিরুদ্ধে অবৈধভাবে টেন্ডার বাতিল এর অভিযোগ

পিডব্লিউডি এর কয়েকজন স্টাফের বিরুদ্ধে আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব বরাবর অভিযোগ

অবশেষে সেই মামুনের বিরুদ্ধে দুদকের চার্জশীট

তুরাগ নদীতে মাটি খেকো চক্র বেপরোয়া

আদম পাচারের ফাঁদ পেতে শত কোটি টাকা আত্মসাৎ

এলজিইডিতে ফ্যাসিবাদের দোসররা এখনও বহাল তবিয়তে!

প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার চাকরি বাঁচাতে মরিয়া,দৌড় ঝাঁপ শুরু করেছেন

দুর্নীতির শীর্ষে ২৪ তম বিসিএস ক্যাডারের অনেকেই

প্রাণিসম্পদ অধিদপ্তরে ১০০ কোটি টাকার এফএমডি ভ্যাকসিন ক্রয়ে ভয়ংকর অনিয়ম

সংবাদ প্রকাশ করায় কন্ঠরোধের অপচেষ্টা