ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীতে কাফির বাড়িতে আগুন: দোষীদের বিচার ও পুনর্গঠনের দাবিতে স্মারকলিপি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৩-২-২০২৫ বিকাল ৫:৫

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন কাফি। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কাফি কলাপাড়া থেকে পটুয়াখালী এসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "জুলাই-আগস্ট আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, ধানমন্ডি ৩২ নম্বরে গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ছিলাম। সে কারণেই স্বৈরশাসকের সহায়তাকারীরা অনেক আগে থেকেই আমাকে টার্গেট করেছিল। ১২ ফেব্রুয়ারি গভীর রাতে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা সুযোগ বুঝে আমার বসতঘর, রান্নাঘর ও গরুর ঘরসহ আশপাশের সবকিছু পুড়িয়ে দিয়েছে।"

তিনি আরও বলেন, "আগুন লাগানোর সময় ঘরের ভেতরে আমার চার মাসের ভাতিজা, বাবা-মা, ভাই-ভাবি ছিলেন। ঘরের দরজা বাইরে থেকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে চারপাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছে কিনা, তা নিশ্চিত নই। তবে পরিবারের সদস্যরা দরজা ভেঙে কোনো রকমে বের হতে সক্ষম হন। কোনো ডকুমেন্টস, দলিলপত্র, সার্টিফিকেট কিছুই বাঁচানো সম্ভব হয়নি।"

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। কাফি বলেন, "আজ আমার বাড়ি পুড়েছে, কাল হয়তো অন্য কারও পুড়বে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের খুঁজে বের করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং বিপ্লবী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।"

তিনি আরও বলেন, "আমি সাত দিনের সময় দিচ্ছি। যদি দোষীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় না আনা হয় এবং আমার ঘর পুনর্গঠনের কাজ শুরু না হয়, তাহলে আমি একাই রাজপথে দাঁড়াবো, একা লড়বো, প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেবো।"

এ ঘটনায় নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কলাপাড়া উপজেলার রজপাড়ায় কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে গৃহবধুর গলা কাটা মরদেহ উদ্ধার

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম

শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত