ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে বাঁচতে চায় ছোট্ট শিশু সাদিক; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ১:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে অর্থের অভাবে হার্টের ফুটো ও রক্তে সংক্রমণে আক্রান্ত শিশু সাদিকের চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ১১ বছরের শিশু সাদিক। 

উপজেলার ধানগড়া ইউনিয়নের বুলাকীপুর গ্রামের ভ্যান চালক রাসেল আহমেদ ও সুফিয়া বেগম খুশি’র একমাত্র ছেলে শিশু সাদিক। তার চিকিৎসায় ৫-৬ লাখ টাকার প্রয়োজন। পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না বলে জানায় শিশুটির পরিবার।  

প্রতিবেশীরা জানায়, ছোট্ট সাদিকের বাবা রাসেল আহমেদ সন্তানের চিন্তায় নিজেও অসুস্থ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। মা সুফিয়া বেগমের অবস্থাও ভালো না। ছোট্ট কন্যা সন্তান সাদিয়া খাতুনের দু বেলা দু মুঠো খাবার সংগ্রহ করা রাসেল-সুফিয়া দম্পতির কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে। 

শিশু বিশেষজ্ঞ ডা. আতিকুর রহমান খান শিশুটির হার্টে জন্মগত ফুটো ও রক্তে সংক্রমণ রয়েছে বলে জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে হার্টে অপারেশন ও অন্যন্য রোগের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। সময় যতই গড়াবে ফুটো ততই আকারে বড়ো হবে এবং অন্যন্য রোগও শরীরে দ্রুত ছড়াবে। 

তাই  দ্রুত অপারেশন ও সুচিকিৎসা না করা গেলে শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। সাদিকের দরিদ্র বাবা রাসেলের পক্ষে কোনো ক্রমেই  এতো টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সাদিকের বাবা-মার আকুতি ছেলেকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতার।

সাদিকের বাবা রাসেল আহমেদ বলেন, চোখের সামনে ছেলের কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। নিয়মিত ঔষধ না খাওয়ালে শ্বাসকষ্ট শুরু হয়ে শরীর নীল হয়ে যায়। সারা রাত ঘুমায় না। কিছু খেতেও চায় না। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সরেজমিনে হাসপাতালে গেলে সাক্ষাৎ মেলে সাদিকের। সাদিকের বাবা এক বেডে চিকিৎসাধীন। পাশের অন্য বেডে বসে আছে সাদিক। অথচ সে নিজেও জানে না যে, সে জটিল রোগে আক্রান্ত। ডাক্তারি পরামর্শ মোতাবেক দ্রুত অপারেশন এবং চিকিৎসা করাতে হবে। অপারেশন ও চিকিৎসার  টাকা কোথায় পাবে সে? 

কান্নাজড়িত কণ্ঠে সাদিকের মা বলেন, অপারেশন করতে প্রায় ৬ লাখ টাকা খরচ হবে শুনে আমার মাথায় কাজ করছে না। একদিকে স্বামী সন্তান অসুস্থ, অন্যদিকে দেনাদারদের চাপ। এরপর তিনি আর কথা বলতে পারেননি। দুই চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে। তার ছেলের অপারেশনের জন্য সরকার এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে বিশেষ কয়েকটি রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে শিশুটির চিকিৎসা করাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তাহলেই কয়েক লাখ টাকার বিনিময়ে ফুটফুটে সন্তান তার স্বাভাবিক জীবন ফিরে পাবে। আর সঠিক কাগজপত্র দিয়ে আবদেন করলে যাচাই-বাছাই করে অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ