ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন ঘাতক স্বামী


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ১:২৫

ধারালো ছুরি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী। হত্যা ও আত্মসমর্পণের বিষয়টি সকালের সময়কে নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌর শহরের কলজে রোডস্থ বাগান বাড়ি এলাকায় জনৈক রাসেল মিয়ার ভাড়া বাসায় চাঞ্চল্যকর এ হত্যার ঘটনা ঘটে। বর্তমানে নিহত ওই গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

নিহত গৃহবধূ আছমা আক্তার পুতুল(৩০) জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী এলাকার ইউনুসের মেয়ে। পুতুল পুবালি ব্যাংক বরগুনা শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

ঘাতক স্বামী আবুল কালাম(৩৫) বরগুনা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি সড়কের বড়িয়াল পাড়া এলাকার আবদুল করিম আকনের ছেলে। পেশায়  একজন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী।

বরগুনা থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবুল কালাম নামের ওই ব্যক্তি থানায় এসে তার স্ত্রী আসমা আক্তার পুতুলকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি লেকের পানিতে ফেলে দিয়েছেন বলে জানান। তথ্যমতে আবুল কালামকে সাথে নিয়ে পৌর শহরের কলেজ রোডস্থ বাগানবাড়ী এলাকার জনৈক রাসেল মিয়ার ভাড়া বাসায় গিয়ে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় পুতুলকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরিক্ষা-নিরিক্ষা শেষে  হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত্যু ঘোষনা করেন। নিহত গৃহবধূ পুতুলের গালে ধারলো অস্ত্রের কোপের গভীর ক্ষতসহ মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা গেছে। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকান্ড ঘটতে পারে ধারণা করছে পুলিশ।

পুলিশের একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে, এই সংবাদ লেখা পর্যন্ত এ হত্যাকান্ডের পিছনের কোন কারন বা রহস্য জানতে পারেনি পুলিশ, তবে রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। 

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১০-১২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আবুল কালাম ও পুতুল। দাম্পত্য জীবনে তাদের ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক কলহের জেরে আগেও একবার এই দম্পত্তির বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পরে আবুল কালাম ও পুতুলের সম্মতিতে আবারও সংসার বেঁধে ছিল এই দম্পতি।

বাড়ির মালিক রাসেল মিয়া জানান, পুতুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে  ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে আমিও ঘটনার বিষয় জানিয়েছিলাম। আবুল কালাম ও পুতুল বছর খানেক আগে আমার বাসায় ভাড়া এসেছে। এই সময়ে তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ দেখতে পাইনি। আজকের এঘটনার বিষয়ে আমরা বা পার্শ্ববর্তী ঘরের লোকজন কোন চিৎকার চেঁচামেচির শব্দও শুনতে পায়নি। এমনকি তাদের বড় মেয়ে পাটাতনে সেও কোন শব্দ শুনতে পায়নি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান সকালের সময়কে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবুল কালাম নামের এক ব্যক্তি থানায় এসে নিজের স্ত্রীকে হত্যা করেছে বলে জানায়। তাৎক্ষণিক তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে  গুরুতর রক্তাক্ত জখম হওয়া অবস্থায় পুতুল নামের ওই গৃহবধূকে দেখতে পায় পুলিশ। তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করেছে। ঘাতক স্বামী আবুল কালাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হত্যাকান্ডে  ব্যবহৃত ছুরি উদ্ধার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন