সিংগাইরে আগামীকাল হযরত ডেঙ্গর (রহ:) এর পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিতব্য
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ পীরবাড়ী দরবার শরিফের প্রতিষ্ঠাতা মশহুর আউলিয়াকুল শিরমনি,মুর্শীদ বরহক,কুতুবে যামান হযরত মাওলানা শাহ্ সূফী আব্দুল ওয়াহেদ ওরফে হযরত শাহ্ সূফী ডেঙ্গর পীর সাহেব কেবলা(রহ:) প্রতিষ্ঠিত এবং ২য় গদ্দিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবুল হোসেন খান(রহ:) ও ৩য় গদ্দিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান(রহ:) কৃর্তক পরিচালনায় ১৩০ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। আগামী বুধবার ১৯ ফেব্রুয়ারি জয়মন্টপ(নয়ানী) পীরবাড়ী দরবার শরীফে উপজেলা নির্বাহি অফিসার ও অফিসিয়াল মোতাওয়াল্লী মৌলভী শাহ আব্দুস ওয়াহেদ(রহ:) ওয়াকফ এস্টেট মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য-মানিকগঞ্জ-২ ও প্রধান পৃষ্ঠপোষক জয়মন্টপ পীরবাড়ি দরবার শরীফ আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন। ওরশ মোবারক পরিচালনা কমিটির পক্ষে থাকছেন জয়মন্টপ পীরবাড়ী দরবার শরীফের আজীবন সভাপতি বিশিষ্ট দানবীর আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস ।
আছর হতে সারারাত ব্যাপী এ অনুষ্ঠান চলবে। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব আল্লামা শায়খ মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলী ইমাম,বাইতুস সালাম জামে মসজিদ,শ্যামলী,ঢাকা। । প্রধান আলোচক হিসেবে থাকবেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন,বিশিষ্ট লেখক,গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শায়খ মুহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনী খতিব,চাঁদবাগ জামে মসজিদ,আশকোনা,এয়ারপোর্ট,ঢাকা। বিশেষ আলোচক হিসেবে থাকবেন,হযরত মাওলানা মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারী,অন্যতম খলিফা,জয়মন্টপ পীর বাড়ী দরবার শরীফ। বিশেষ বক্তা তরুণ ইসলামিক স্কলার,লেখক,গবেষক ও অনুবাদক হযরত মাওলানা আবু মুহাম্মদ মুশফিক ইলাহী খতিব,হযরত ইমামে আজম(রা:) জামে মসজিদ,ফকির হাট,সলিমপুর,চট্রগ্রাম। অনলবর্ষী বক্তা,ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ খান,ইমাম ও খতিব,জয়মন্টপ পীরবাড়ি জামে মসজিদ,সিংগাইর,মানিকগঞ্জ। এ ছাড়াও দেশবরেণ্য ও প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখ এই মোবারকপূর্ন মাহফিলে তাশরীফ আনবেন।
সাবেক গদ্দিনেসীন পীর সাহেব ও মোতাওয়াল্লী হযরত মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান(রহ:) বড় জামাতা ইঞ্জি.দেলোয়ার কবির টিপু জানান, প্রতি বছরের মত এবছরও অসংখ্য মুরিদ আশেকান দরবারে তশরিফ আনবেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মুরিদ আশেকানদের ধারণ করবার জন্য দরবার ও আশেপাশের এলাকার সৌন্দর্য বর্ধন করা হয়েছে, বিশাল এলাকাজুড়ে প্যান্ডেল স্থাপন করা হয়েছে এবং জরুরি চিকিৎসা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ গাড়ি পার্কিং, অজুখানা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে সিন্ডিকেটের কারসাজিতে চলছে শুল্কফাঁকি
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক