ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিএনপি জনগণের সর্মথন গড়ে তুলতে সক্ষম হয়েছে-আমির খসরু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ২:২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলা‌দেশ হ‌বে সক‌লের বাংলা‌দেশ, এক‌টি দল বা গো‌ষ্টির বাংলা‌দেশ নয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়া‌রি)‌বি‌কে‌লে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার থেতরাই পাকার মাথায় অব‌স্থিত তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি অবস্থান কর্সূ‌চি‌তে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি। 
আমীর খসরু ব‌লেন, আজকের এই দাবি আমাদের প্রাণের দাবি-আন্তর্জাতিকভাবে ন্যায়নীতির ন্যায্য দাবি। প্রত্যেকটি দেশে এই ধরনের যখন নদী বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হয়, সেখানে এগুলো পরিচালনার জন্য সবগুলো দেশের সমন্বয় হয় ও ব্যবস্থাপনা থাকে। আজকের সেই ব্যবস্থপনা ব্যর্থ হয়েছে। আজকের এই দাবি হচ্ছে সকল ব্যবস্থপনা ফিরিয়ে আনার। তিস্তা নদীর পানি বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি। এই দাবি পূরণ করতে হবে। 
তিনি আরো ব‌লেন, আমরা দেখেছি যখনই তিস্তার দাবি আসে তখনই পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ ফেনী নদীতে সাতটি চুক্তি হয়েছে। সেখানে ভারত লাভ হচ্ছে। কিন্তু বাংলাদেশে যেখানে পানি পাওয়ার কথা সেখানে পিছিয়ে দিয়ে মরুভূ‌মি করা হয়েছে। তিস্তা নদীকে ঘিরে মানুষের জীবন বাঁচার সংগ্রাম, সেখানে জীব বৈচিত্রও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। 
আমীর খসরু আরো ব‌লেন, তিস্তা নদীতে পানি না থাকায় ১৫লক্ষ টন চাল ও গম কম উৎপাদন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফল শুরু হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের এই ডাক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। পানি যত দিন না আসবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে‘জাগো বাহে তিস্তা বাচাই। 
যে কোনো দাবি বাস্তবায়ন করতে গেলে জনগণের সমর্থন ছাড়া সেটা সম্ভব নয়। বিএনপি জনগণের সর্মথন নিয়ে এই আন্দোলন শুরু করেছে। বিএনপি জনগণের সর্মথন গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা আমাদের আগামী দিনে কাজে লাগবে।
বিগত সরকার তিস্তা চুক্তি রোহিঙ্গা সমস্যা সমাধান সহ কোন কিছুই করতে পারিনি। 
জানা গে‌ছে, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক  পরিবেশনার আয়োজন ক‌রে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দুইদিন ব‌্যাপী কর্মসূচির আজ শেষ দিন।
জা‌গোবা‌হে তিস্তা বাঁচাই উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নের পাকার মাথায় অ‌বস্থিত তিস্তা নদীর তীরবর্তীতে তিস্তা নদী রক্ষা আন্দোলন ক‌মি‌টি উলিপুর শাখার আয়োজ‌নে কর্মসূ‌চি‌তে  সা‌বেক উলিপুর বিএন‌পির সভাপ‌তি হায়দার আলী মিয়া সভাপ‌তিত্বে
 সা‌বেক উলিপুর বিএন‌পির সা‌ধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবু‌লের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন, জেলা বিএন‌পির আহবায়ক মোস্তাফিজুর জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান  মোস্তফা,জেলা বিএনপির কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,অধ্যাপক  হাসিবুর রহমান হাসিব সহ তিস্তা  পারের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।  

পরে ভার্চুয়াল মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন প্রতিবেশী হয়েও ভারত অপ্রতিবেশীসুলভ আচরণ করছে। আমাদের ন্যায্য হিস্যা তিস্তার পানি দিচ্ছে না। এটা কারুর করুণা নয় আমাদের অধিকার। এবার তিস্তা সমস্যার সমাধান করতে হবে।
তিস্তা অববাহিকার কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার ১১ টি পয়েন্টে একযোগে ৪৮ঘন্টার  এ কর্মসূচী পালিত হয়। এরমধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলা থেতরাই এলাকায় এ কর্মসূচী পালিত হয়।

এমএসএম / এমএসএম

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ