ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

কাপাসিয়ায় 'গ্রাম আদালত সক্রিয়করণ' বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ৪:১৬

গাজীপুরের কাপাসিয়ায় 'গ্রাম আদালত সক্রিয়করণ' বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প"র আওতায় ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত গ্রাম আদালত। গ্রাম আদালত কিভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে এবিষয়ে মতবিনিময় সভায় অবহিত করা হয়।

বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু সভাপতিত্ব করেন। গ্রাম আদালত সমন্বয়কারী আলতাফুর রহমানের সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা মীর মাসুদ করিম, মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, আব্দুস সামাদ, মহিলা সদস্য কুলসুম বেগম, কানিজ ফাতেমা রুহিতা, সাবেক সদস্য ফখরুল আলম বাদল, আনোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাহমুদ, মফিজ উদ্দিন, হুমায়ূন কবির, মোতাহার হোসেন, হাবিবুর রহমান হবু প্রমুখ। 

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত গ্রাম আদালতে "অল্প সময়ে-স্বল্প খরচে, সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে" এবিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালত অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই। গ্রাম আদালতে ফৌজদারী আইনে চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ ও মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক, ভয়ভীতি দেখানো বা হুমকীর দেয়া, কোন নারীর লালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অন্য কোন কাজ করা। দেওয়ানী আইনে পাওনা টাকা আদায় সংক্রান্ত, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোনো অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদিপশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায় সংক্রান্ত নিষ্পত্তি করা যাবে।

গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে, প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়, পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে, কোনো আইনজীবী দরকার হয় না, গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়, এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে, পক্ষদয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়, দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে মহান ২১শে ফেব্রুয়ারি পালিত

রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

ফাগুনে উৎসবে মজবে বাঙালি,গাছে গাছে পলাশের রোমাঞ্চকর শান্তিনিকেতন

দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিনঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বাকেরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রায়পুর পৌর জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুতুবদিয়ায় পলাতক দুই আসামি গ্রেফতার

শৈলকুপায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করবে আদ্-দ্বীন হাসপাতাল

কোনাবাড়ী থানা মহিলাদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের প্রতি সিংগাইর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

হজরত শাহজালাল তাহফিজুল কুরআন মাদরাসার পাগড়ী-পুরস্কার ও সবক প্রদান সম্পন্ন

এবার বেনাপোল সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি, যা বললেন যাত্রীরা