ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ইউনিভার্সিটি অব স্কলার্স

সেনা প্রাঙ্গনে অবৈধ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২১-২-২০২৫ বিকাল ৭:১

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ পর্যবেক্ষণ করে দেখা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন বা পরিচালনার জন্য যে শর্ত বেঁধে দেয়া হয় তা ৫ বছরের জন্য নির্ধারণ করা থাকে। কমিশনের বিধিবিধান পুরণ না করতে পারলে সেই বিশ্ববিদ্যালয়ের আর কোন বৈধতা থাকেনা। তেমনি একটি অবৈধ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খবর পাওয়া গেছে ক্যান্টনমেন্টে সেনা প্রাঙ্গনে। বিশ্ববিদ্যালয়টির নাম ইউনিভার্সিটি অব স্কলার্স। ২০২২ সালে বিশ্ববিদ্যালয়টি রাজধানীর বনানীতে একটি বানিজ্যিক ভবনে কার্যক্রম শুরু করে। বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থিত স্কলারস বিশ্ববিদ্যালয় নামের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খবর গোপন রাখার চেষ্টা করছে। বর্তমান রাজনৈতিক টালমাটাল অবস্থায় কোন সংকট সৃষ্টি হলে সমাবর্তন বন্ধ হয়ে যাওয়া ভয়ে কর্তৃপক্ষ মিডিয়ার কাছে এ বিষয়টি নিয়ে তেমন বিস্তারিত কিছু বলে আগ্রহী নয়। তবে ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা বা মালিক নৌবাহিনীর সাবেক প্রধান হওয়ায় একটি বিশেষ বাহিনীর প্রোটোকল এলাকায় এই আয়োজনটি করে বিশেষ ওই বাহিনীটির ইমেজ কাজে লাগিয়ে অবৈধ এই বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন নির্বিঘ্ন করতে চেষ্টা করছে।

বিশ্ববিদ্যালয়টির নাম পণ্ডিত বিশ্ববিদ্যালয় যা স্কলারস বিশ্ববিদ্যালয় নামে কিছু শিক্ষার্থীর নিকট পরিচিত। এটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে কোন মিডিয়া প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিবিএ বিভাগের শিক্ষক এইচ এম আতিফ ওয়াফিক। শিক্ষক আতিফ বলছেন তিনি নিজে ৭০/৮০ টি মিডিয়ার সাথে সরাসরি জড়িত। তাদের সকলে নিউজ করবে, তাছাড়া সমাবর্তন কভার করার জন্য কনসিটো পিআর নামের একটি বানিজ্যিক কোম্পানিকে দ্বায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টি সেনাবাহিনীর বা নৌবাহিনী কতৃক পরিচালিত কিনা যেহেতু সমাবর্তন সেনা ছায়াতলে সমাবর্তন আয়োজন করছেন? এমন প্রশ্নের জবাবে এই শিক্ষক দৈনিক সকালের সময়কে টেলিফোন বলছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা একজন সাবেক নৌবাহিনীর প্রধান তাই এমন স্থানে আয়োজন। কে থাকছে প্রধান অতিথি? শিক্ষা মন্ত্রনালয়ের পক্ষে কে থাকছে? বিশ্ববিদ্যালয় মঞ্চুরী কমিশনের কেউ থাকবেন কি-না জানতে চাইলে শিক্ষক এইচ এম আতিফ ওয়াফিক বলেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মহামান্য চ্যান্সেলরের পক্ষে থাকবেন এবং শিক্ষা মন্ত্রনালয় থেকে আসবেন প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। ইষ্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এই সমাবর্তনের স্পীকার হিসেবে অংশ নেয়ার কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ওই শিক্ষক। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কেউ থাকবে না। কনসিটো পিআর থেকে সকালের সময়ের সাথে কথা বলছেন মোস্তফা রনি। তিনি বলছেন সেনা প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়টি সমাবর্তন করবে, এটা সেনা কম্পাউন্ডে অবস্থিত। আমরা বলছি সকল মিডিয়াকে দাওয়াত দেয়ার জন্য তবে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে কোন সারা মেলেনি। কনসিটো পিআর বলছে, বিশ্ববিদ্যালয়টি আমাদের প্রথম গ্রাহক তাই ওদের সম্পর্কে খুব কম জানি। মঈন তারেক নামের একজন এই পিআর সংস্থার মালিক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিভাগে দ্বায়িত্ব পালন করা এক কর্মকর্তা সকালের সময়কে জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয় কমিশনের কোন বিধিবিধান মানেনি, ঠিক তেমনি তারা সমাবর্তন আয়োজন করছে বিধিবহির্ভূত। কমিশনের কাছে কোন প্রয়োজনীয় তথ্য নেই ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তাই ওই সমাবর্তনে কমিশনের পক্ষ থেকে কেউ যেতে পারে না। এই সমাবর্তন বৈধ মনে করে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। উইকিপিডিয়া সার্চ করে দেখা যায়, ইউনিভার্সিটি অফ স্কলার্স ২০১৫ সালে বাড্ডায় পাঁচটি বিভাগ নিয়ে প্রতিষ্ঠিত হয়। সরকার ২০১৬ সালের ১১ই জানুয়ারী এ বিশ্ববিদ্যালয়টিকে অনুমতি প্রদান করে; আবেদনটি পূরণ করেন জামিল হাবিব নামের এক ব্যক্তি। নিউ এজ পত্রিকার রিপোর্ট অনুযায়ী ২০২২-এর ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একজন পূর্ণ অধ্যাপক ছিলেন। ২০২১ এটি এর ক্যাম্পাস বনানীতে এর বর্তমান ক্যাম্পাসে সরিয়ে আনে। এটা ২০২৪ সালের আগে পর্যন্ত ইউনিভার্সিটি অফ স্কলার্স পরিচিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের কোন নিয়মকানুন মানছেন না। এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়টির বিবিএ বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক আতিফ ওয়াফিক বলছেন ৫ বছর মেয়াদি নিয়মকানুন আমরা ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করে নিয়েছি। বর্ধিতকরণের সেই চিঠির কপি দেখানো যাবে কি-না জানতে চাইলে এই শিক্ষক বলেন সমাবর্তনের পরে দেখাতে পারবো। এই শিক্ষকের ভিজিটিং কার্ড পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি বিশ্ববিদ্যালয়টির অতিরিক্ত পরিচালক ব্রান্ড ও কমিউনিকেশন এবং ছাত্র কল্যাণের উপদেষ্টা। একজন ছাত্রকে কার্ডটি দেখালে সেই ছাত্র বলেন উনিই হেড অব ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন। উনিই বিশ্ববিদ্যালয়ের সব, তার কথায় সব হয় ওখানে।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন