ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পাবিপ্রবির ৮ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ৪:৪৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত অষ্টম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে ইতিহাস বিভাগ, আর রানার্সআপ হয়েছে স্থাপত্য বিভাগ।

গতকাল (২০ ফেব্রুয়ারি) সকাল ৮:৪০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫:১৫ মিনিটে শেষ হয় প্রতিযোগিতার নানা পর্ব। এবারের আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর বুদ্ধিদীপ্ত যুক্তি ও তীক্ষ্ণ বিশ্লেষণ প্রতিযোগিতাকে করে তোলে আরও প্রাণবন্ত। প্রতিযোগিতার ফাইনালে ইতিহাস ও স্থাপত্য বিভাগ মুখোমুখি হয়, যা ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর অনুষ্ঠিত হয়।

২১ টি বিভাগ থেকে মোট ২৬ টিম দল প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে। উক্ত ভাষা বিতর্কের ফাইনাল আজ অনুষ্ঠিত হয়।
ফাইনালের বিতর্কের বিষয়বস্তু ছিল "এই সংসদ মনে করে যে, 
"একুশে ফেব্রুয়ারি এখন শুধুই আনুষ্ঠানিকতা।" সরকারি দল হিসেবে অবস্থান নেয় স্থাপত্য বিভাগ, আর বিরোধী দলে ছিল ইতিহাস বিভাগ। দুই দলের বিতার্কিকরা কঠোর যুক্তি-তর্ক উপস্থাপন করে, যার ফলে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তির লড়াই শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, প্রক্টর ড. কামরুজ্জামান খান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন,ভাষাকে আমাদের ভিতরে লালন করতে হবে। কোন জাতি তার মাতৃভাষাকে অবজ্ঞা করে এগিয়ে যেতে পারেনি। উদাহরণ হিসেবে আমরা যদি জাপানের দিকে দেখি তাহলে দেখতে পাই তারা তাদের নিজস্ব ভাষায় সব কিছু করে।  তারা নিজেদের ভাষা দিয়েই চলছে এবং পুরো দুনিয়া তারা জয়লাভ করে ফেলেছে। এমনভাবে আমরাও যদি আমাদের ভাষাকে নিজেদের মধ্যে লালন করতে পারি তাহলে একদিন আমরাও পুরো বিশ্বে আমাদের ভাষাকে ছড়িয়ে দিতে পারবোবো। 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান বক্তব্যের শুরুতেই ভাষা শহীদদের স্মরণ করে বলেন,অনেক চড়াই উতরায়ের পর একাত্তর এসেছিল তেমনি ভাবে আজকে যে ২০২৪ এসেছে অনেক বৈষম্য সহ্য করার পরে এসেছে। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন সে ফাইট ব্যাক করে। আর তারই বহিঃপ্রকাশ ছিল ২০২৪ এর জুলাই অভ্যুত্থান। অনেক মেধা ও ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের এই নতুন স্বাধীনতার জন্য। 

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা