ডেমরায় অনুষ্ঠিত বিএনপি’র কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ডেমরায় বিএনপি’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় ডেমরার সারুলিয়া গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিএনপি'র এ কর্মশালা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। বিকালের মধ্যেই জনসম্পৃক্তি’র ওই কর্মশালায় নেতাকর্মীদের ঢল নামে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ (সচিব)। এ সময় তিনি নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন। আরও বক্তব্য রাখেন বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-৫ আসন বিএনপি’র প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. মনির চেয়ারম্যানের সার্বিক তত্বাবধানে এ সময় বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল ইসলাম, যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, ছাত্র দলের সভাপতি শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন, ডেমরা থানার যুবদল সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ সাধু, ৬৬ নং ওয়ার্ড বিএনপি'র ডেমরা থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম তালুকদার, ৬৬ নং ওয়ার্ড বিএনপি'র দপ্তর সম্পদক, মোঃ শাহেদুল ইসলাম (এমবিএ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের রাঙ্গামাটি জেলা সিঃ সহ-সভাপতি আবু সাঈদ ভূঁইয়া,
যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু, শ্রমিক দলের সভাপতি সুমন ভূঁইয়া, ডেমরা থানা বিএনপি’র সভাপতি পদ প্রত্যাশী এস.এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান,ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমূখ।
এদিন কর্মশালায় ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা-৫ ও ডেমরা-যাত্রাবাড়ী থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপি’র অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ১৯ দফা দাবি জারি করেছিলেন, তেমনি তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন।
বর্তমানে দেশে যে সংস্কার কর্মযজ্ঞ চলছে, তারেক রহমান বাংলাদেশ সংস্কারে ৩১ দফা উপস্থাপন করে সেই কাজ শুরু করেছেন ২০২৩ সালের ১৩ জুলাই থেকেই। আর ওই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের রাষ্ট্রকাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে।
জামিল আহমেদ / জামিল আহমেদ

মুনিয়া হত্যা সাধারণ ঘটনা নয়, ফাঁস হয়েছে ষড়যন্ত্রের মূল তথ্য

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

"ভুয়া লাইসেন্সে হুন্ডি ব্যবসা" শিরোনামের সংবাদের প্রতিবাদ
