ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ডেমরায় অনুষ্ঠিত বিএনপি’র কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২২-২-২০২৫ বিকাল ৭:৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ডেমরায় বিএনপি’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় ডেমরার সারুলিয়া গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিএনপি'র  এ কর্মশালা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। বিকালের মধ্যেই জনসম্পৃক্তি’র ওই কর্মশালায় নেতাকর্মীদের ঢল নামে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ (সচিব)। এ সময় তিনি নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন। আরও বক্তব্য রাখেন বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-৫ আসন বিএনপি’র প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. মনির চেয়ারম্যানের সার্বিক তত্বাবধানে এ সময় বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল ইসলাম, যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, ছাত্র দলের সভাপতি শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন, ডেমরা থানার যুবদল সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ সাধু, ৬৬ নং ওয়ার্ড বিএনপি'র ডেমরা থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম তালুকদার, ৬৬ নং ওয়ার্ড বিএনপি'র দপ্তর সম্পদক, মোঃ শাহেদুল ইসলাম (এমবিএ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের রাঙ্গামাটি জেলা  সিঃ সহ-সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, 

যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু, শ্রমিক দলের সভাপতি সুমন ভূঁইয়া, ডেমরা থানা বিএনপি’র সভাপতি পদ প্রত্যাশী এস.এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান,ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খোকন মিয়া  প্রমূখ। 

এদিন কর্মশালায় ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা-৫ ও ডেমরা-যাত্রাবাড়ী থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপি’র অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ১৯ দফা দাবি জারি করেছিলেন, তেমনি তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন।

বর্তমানে  দেশে যে সংস্কার কর্মযজ্ঞ চলছে, তারেক রহমান বাংলাদেশ সংস্কারে ৩১ দফা উপস্থাপন করে সেই কাজ শুরু করেছেন ২০২৩ সালের ১৩ জুলাই থেকেই। আর ওই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের রাষ্ট্রকাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে। 

জামিল আহমেদ / জামিল আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন "এর এয়ারপোর্ট থানার আহ্বায়ক কমিটির অনুমোদন

ডেমরায় অনুষ্ঠিত বিএনপি’র কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে

জুলাই-আগষ্ঠ গণঅভ্যুত্থান এ নিহত সন্দ্বীপের দুই শহীদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেজগাঁও থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাত্রলীগ সিন্ডিকেটের দখলে গুলশান-বনানীর স্পা ও বারের নিয়ন্ত্রণ!

ব্যতিক্রমী আয়োজনে একুশে ফেব্রুয়ারি উদযাপন

ভাষা শহীদের প্রতি জাগ্রত পার্টির বিনম্র শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদের প্রতি মুশফিকুর রহমান ফাহিম এর শ্রদ্ধা জ্ঞাপন 

বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করলো বিমানবন্দর থানা পুলিশ 

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

প্রাপ্ত বয়সে ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করে ছেলে কারাগারে

উত্তরা সেক্টর-১২ সোসাইটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন