ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় রাস্তায় গাছ ফেলে ডাকাতি


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৪:১৮

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাই এলাকায় শনিবার গভীর রাতে রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।  স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতরা সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দেয় এবং প্রথমে বিআরটিসি বাস আটকায়। এরপর যাত্রীদের মারধর করে লুটপাট চালায়। এসময় বাসের পেছনে থাকা একটি মাইক্রোবাসও আটক করে ডাকাতরা, যেখান থেকেও ছিনতাই করে এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।  পত্নীতলা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান জানান, বিআরটিসি বাসটি সাপাহারের দিকে যাচ্ছিলো, তখনই ডাকাত দল রাস্তা ব্লক করে হামলা চালায়। ঘটনার সময় পুলিশের একটি গাড়ি পেছনেই ছিল। তবে ডাকাতরা আগেই মালামাল লুট করে পালিয়ে যায়।  
তিনি আরও বলেন, ডাকাতদের ধরতে তদন্ত চলছে। যাত্রীদের কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।  

এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, রাতের বেলা এই সড়কে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আতঙ্কের মধ্যে রয়েছেন পথচারী ও যানবাহনের চালকরা।  

ডাকাতির ঘটনার পর থেকেই এলাকায় ভয় ও উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত এই সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।  

স্থানীয়রা জানান, সড়কে পুলিশের টহল বৃদ্ধি করা হলে এমন ঘটনা রোধ করা সম্ভব হবে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এ দিকে, পুলিশ আশ্বাস দিয়েছে, অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু