ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামে কৃষকদের জন্য গরু-মহিষের বীমা প্রকল্পের শুভ উদ্বোধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১:১০

আলোর ভুবন  ডটলাইনস সোশ্যাল-এর ব্যবস্থাপনায়, কার্নিভাল অ্যাসিউর-এর তত্ত্বাবধানে এবং সুইচকন্টাক্ট-এর সার্বিক সহযোগিতায় ও সুইস এম্বাসির অর্থায়নে ২৫শে ফেব্রুয়ারি   সদর উপজেলা অফিসার্স অডিটোরিয়ামে গরু-মহিষের বীমা বিষয়ক প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
ডটলাইনস সোশ্যাল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক জনাব সৈয়দ কামরুল আরেফিন জিহাদের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুড়িগ্রাম, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উলিপুর উপজেলার  প্রাণী কর্মকর্তা  ডাঃ মোছাঃ রেবা বেগম,  অন্যান্যদের   মধ্যে উপস্থিত ছিলেন  আরডিআরএস প্রতিনিধি এবং দাতা সংস্থার ঊর্ধ্বতন  জনাব নাজিম রেজা, কো-অর্ডিনেটর, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, বিএমএমডিপি, সুইসকন্ট্যাক্ট, অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যাল এবং কার্নিভাল অ্যাসিউর-এর প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যরা, ফিড সেলার, পারাভেট, সাংবাদিকবৃন্দ এবং কমিউনিটি নেতৃবৃন্দ। কর্মশালার সূচনা বক্তব্যে প্রকল্প পরিচালক জনাব সৈয়দ কামরুল আরেফিন জিহাদ উপস্থিত সকলকে  প্রকল্পের সার্বিক ধারণা প্রদান করে বলেন, "এই প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ৭,০০০ কৃষক গরু-মহিষের বীমার সুবিধা সম্পর্কে জানবে এবং ১,৮০০ খামারি সরাসরি বীমার আওতায় আসবে। দুর্ঘটনায় গরু মারা গেলে বা অক্ষম হলে, কৃষকরা ১০-১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবেন।"
প্রধান অতিথি ডাঃ মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, “বর্তমানে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন এবং এলাকার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে গবাদি পশুর লালন-পালনে যে সমস্যাগুলি দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলি মোকাবেলায় এই মাইক্রো ইন্স্যুরেন্স প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি প্রাণীসম্পদ অধিদপ্তরকে সকল কর্মকাণ্ডে অবহিত রাখার উপর গুরুত্ব দেন এবং উপস্থিত সকলের সম্মুখে বেলুন উড়িয়ে প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
ডাঃ মোছাঃ রেবা বেগম বলেন, “এই বীমা প্রকল্পটি প্রান্তিক কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা গবাদি পশুর লালন-পালনকারীদের আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করবে, তবে বীমা সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সাথে বীমার পলিসি বিষয়ে কমিউনিটি পর্যায়ে সঠিক ধারনা পোষণ করতে বলেন” অনুষ্ঠানে তিনজন কমিউনিটি লিডারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। 

এমএসএম / এমএসএম

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ