চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি নাসিম, সম্পাদক আলমগীর

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আজকের সংবাদের জেলা প্রতিনিধি মো. হাসান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম তালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা দেশের স্বার্থে নানারকম সংবাদ পরিবেশন করেন। যার কোনটা পক্ষে আবার কোনটা বিপক্ষে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে পক্ষপাতিত্ব সাংবাদিকতা নয়। বিদ্বেষ মূলক সংবাদ প্রচার সাংবাদিকের কাজ নয়।
তিনি আরো বলেন, মাল্টিমিডিয়া বা এই ডিজিটাল প্লাটফর্মের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি বেড়েছে। সেই সাথে বেড়েছে সংবাদকর্মী। তবে তাদের উপযুক্ত কোন প্রেসক্লাব নেই। আর তাই রেজিষ্ট্রেশনভূক্ত একমাত্র সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবে জেলার সকল সংবাদকর্মীদের একসাথে এক ছাদের নীচে আসার আহ্বান জানান সাংবাদিক ফরিদ খান।
সম্মেলনের প্রধান আলোচক বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি আব্দুল হালিম মন্ডল বলেন, জেলার সাংবাদিকদের নানাবিধ সমস্যা, দু:খ নিয়ে কাজ করে বাংলাদেশ প্রেসক্লাব। জেলার সাংবাদিকদের একত্রিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখার একটি প্লাটফর্ম হচ্ছে এই সংগঠন। আর তাই বিচ্ছিন্নভাবে নয় একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলন শেষে মোহনা টিভির জেলা প্রতিনিধি নাসিম আলীকে সভাপতি ও দৈনিক আমার সময়ের নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
এর আগে জেলার ৫ উপজেলার কমিটি ঘোষণা করেন সম্মেলনের অতিথিবৃন্দ।
বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী জেলা শাখার সভাপতি সানোয়ার আরিফসহ জেলার ৫ উপজেলার একশত সংবাদকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
