ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে স্কুলের প্রধান শিক্ষক পদ জবরদখল, বোর্ডের নির্দেশনা উপেক্ষিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৩:২৩
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সেইলর্স কলোনীস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদটি জবরদখল করে রাখার অভিযোগ ওঠেছে। বোর্ড থেকে  সিনিয়র শিক্ষক মোখতার আহমদকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হলেও স্কুলের পরিচালনা কমিটির সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরোধের কারণে উক্ত পদে দায়িত্ব পালন করতে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিধি মোতাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোখতার আহমদকে নিয়োগ দেয়া বাধ্যতামূলক হলেও তার চেয়ে আরও চার ধাপ জুনিয়র একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয় কমিটি।  কমিটির অনিয়মের কারণে উক্ত কমিটিও বাতিল করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মোখতার আহমেদকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশনা দিলেও রহস্যজনক কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব না দেয়ায় স্কুলের সাধারণ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সূত্রেজানা গেছে, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নম্বরঃ চশিবো/বিদ্যা/চট্ট:মহা: (বন্দর)/৬১৫/৯৭/ (অংশ-১)/ ২১০৫ (৩))  মোখতার আহমদকে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়িত্ব  দেয়া হয়েছে। আরেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গণিকে অবৈভাবে বসিয়ে দেয়া হয়েছে। নানা কৌশলে মোক্তার আহমদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছেনা। 
চিঠিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদানের বিষয়ে সূত্রোক্ত খ নির্দেশনা মোতাবেক সিনিয়র শিক্ষক মোখতার আহমদকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করে দায়িত্ব প্রদানের প্রমাণক আগামী ৭ (সাত) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। অন্যতায় বিধি  মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারী বিদ্যালয়ের সভাপতিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা  বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত আরেক চিঠিতে (স্মারক নম্বর ঃ চশিবো/বিদ্যা/চট্ট:মহা:(বন্দর)/৬১৫/৯৭/(অংশ-১)/ ২১০৫ (৩); তারিখ ঃ ২৮/০১/২০২৫ খ্রিঃ) এডহক কমিটি বাতিল করা হয়েছে। এতে উল্লেখ রয়েছে উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত স্মারক মুলে সিনিয়র  মোখতার আহমদের বিষয়ে বোর্ডের নির্দেশনা পালন না করায় সূত্রোক্ত স্মারক( চশিবো/বিদ্যা/চট্ট:মহা:(বন্দর)/৬১৫/৯৭/ (অংশ-১)/১৯১৯(২)) মুলে গঠিত এডহক কমিটি এতদ্বারা বাতিলের নির্দেশ দেন। 
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ওসমান গণির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কমিটির বাঁধার কারণে দায়িত্ব পালন করতে না পারার প্রসঙ্গে মুক্তার আহমেদ বলেন, আমি বৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার কথা থাকলেও তৎকালিন কমিটি আমাকে উক্ত পদে দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি হয়েছে। শিক্ষা বোর্ড থেকে দায়িত্ব পালনে নির্দেশ দেয়া হলেও বোর্ডের নির্দেশনাও তারা অমান্য করেছে, আমার চেয়ে অনেক জুনিয়রকে উক্ত পদে অবৈধভাবে বসানো হয়েছে। আমার চাকুরীর মেয়াদও প্রায় শেষ আমি সম্মানি চাই না সম্মান চাই বিষয়টি কমিটিকে বুঝিয়ে বলার পরও তারা আমার প্রতি অবিচার এবং অন্যায় করেছে। অনিয়মের বিষয়টি আমি জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েছি।
  এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোনতাসের কাদেরের সাথে জানতে চাইলে তিনি অপরিচিত কোন সাংবাদিকদের সাথে কথা বলবে না, কথা বলতে চাইলে সরাসরি অফিসে এসে কথা বলতে হবে, এসব কথা বলে উনি লাইন কেটে দেন।

এমএসএম / এমএসএম

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শেরপুরে ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ