দেবীগঞ্জে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বার্ষিক ও রাজস্ব উন্নয়নের অর্থ কাগজ-কলমে লাখ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তার চিত্র ভিন্ন।অপ্রয়োজনীয় কাজ দেখিয়ে ও মালামাল ক্রয়ের নামে ভুয়া ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয় সচেতন মহলের।
জানা যায়,বার্ষিক ও রাজস্ব উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় পিআইসি কমিটির মাধ্যমে ২০ টি স্ক্রীম, ইজিপি টেন্ডারে তিনটি এবং আরএফকিউ চারটি টেন্ডার করা হয়। আরএফকিউ টেন্ডারের স্ক্রীম হল,দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয়ে বরাদ্দ ৫ লাখ, উপজেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় বাবদ ৫ লাখ, উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন ৫ লাখ ও রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত বাবদ ২ লাখ বরাদ্দ হয়।
সম্প্রতি সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে কোথায় কোন কাজের চিহ্ন পাওয়া যায়নি। জানেই না প্রতিষ্ঠানগুলোর সভাপতি সম্পাদকসহ প্রধান শিক্ষকরা।শিল্পকলা একাডেমীটি পরিত্যক্ত, ঘরটির জানালাও নাই।তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাবটি দীর্ঘ দেড় দুই বছর ধরে দরজাও খোলা হয়নাই।সেখানকার সভাপতি ইউএনও অফিসে কর্মরত আজহারুল ও সম্পাদক কমিউনিটি ক্লিনিকে কর্মরত সাজ্জাদ বলেন,কয়েক বছর আগে ইউএনও প্রত্যয় হাসান স্যার বরাদ্দ দিয়েছিল।সেসময় আসবাবপত্র কিনেছি পরে আর কোন বরাদ্দ পাইনি।
উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অন্যন্যা ট্রেডার্স এর প্রোপাইটর দেলোয়ার হোসেন দেলু বলেন, আমাদের লাইসেন্স ব্যবহার করে প্রকৌশলী।তবে মালামাল দেওয়া হয়েছে।আমার সেখানে কমিশন বা কোন লাভ নাই।
তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রাপ্তী ট্রেডার্স এর প্রোপাইটর রফিকুল ইসলাম জানান,ওই কাজের বিষয়ে জানি না।শুনে আপনাকে পরে জানাবো।
উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন প্রকল্পে বরাদ্দ ৫ লাখ। রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত প্রকল্পের বরাদ্দ ২ লাখ টাকা।যার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহান ট্রেডার্স।কাজ না করে বিল উত্তোলনের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে প্রোপাইটর রাসেল, পরে ফোন দিব বলে ফোনটি কেটে দেন।
দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) শাহরিয়ার ইসলাম শাকিল বলেন,প্রতিষ্ঠান গুলোতে চুরি হয়েছে।তবে কিছু মালামালা গুদামে আছে।পরিবেশ পরিস্থিতি ভাল হলে অংশীদারকে দিয়ে দিব।অংশীদাররা না জানার বিষয়ে তিনি বলেন,এখনো তাদেরকে জড়ানো হয়নি।তবে নিজেই ঠিকাদারি করার বিষয়টি অস্বীকার করেন তিনি।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের আত্মহত্যা
কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বোদায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত
নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির উদ্বোধন
কবিরহাটে কর্মরত সাংবাদিকরা রাজনৈতিক প্রোগ্রাম বয়কটের ঘোষণা
নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে বাবুরহাট বাজারে প্রভাতী প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম সম্পন্ন
কেরানীগঞ্জে রাফিয়া প্রাঃ হাসপাতালের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে ফাইদা নেওয়ার অভিযোগ।
'ছয় মাসে সন্দ্বীপ থেকে অস্ত্র, মাদক ও সন্ত্রাস নির্মুল করবো -জনসভায় মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন
সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন