ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

দেবীগঞ্জে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৪:৩২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বার্ষিক ও রাজস্ব উন্নয়নের অর্থ কাগজ-কলমে লাখ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তার চিত্র ভিন্ন।অপ্রয়োজনীয় কাজ দেখিয়ে ও মালামাল ক্রয়ের নামে ভুয়া ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী স্থানীয় সচেতন মহলের।

জানা যায়,বার্ষিক ও রাজস্ব উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় পিআইসি কমিটির মাধ্যমে ২০ টি স্ক্রীম, ইজিপি টেন্ডারে তিনটি এবং আরএফকিউ চারটি টেন্ডার করা হয়। আরএফকিউ টেন্ডারের স্ক্রীম হল,দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয়ে বরাদ্দ ৫ লাখ, উপজেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় বাবদ ৫ লাখ, উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন ৫ লাখ ও রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত বাবদ ২ লাখ বরাদ্দ হয়।

সম্প্রতি সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে কোথায় কোন কাজের চিহ্ন পাওয়া যায়নি। জানেই না প্রতিষ্ঠানগুলোর সভাপতি সম্পাদকসহ প্রধান শিক্ষকরা।শিল্পকলা একাডেমীটি পরিত্যক্ত, ঘরটির জানালাও নাই।তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাবটি দীর্ঘ দেড় দুই বছর ধরে দরজাও খোলা হয়নাই।সেখানকার সভাপতি ইউএনও অফিসে কর্মরত আজহারুল ও সম্পাদক কমিউনিটি ক্লিনিকে কর্মরত সাজ্জাদ বলেন,কয়েক বছর আগে ইউএনও প্রত্যয় হাসান স্যার বরাদ্দ দিয়েছিল।সেসময় আসবাবপত্র কিনেছি পরে আর কোন বরাদ্দ পাইনি।

উপজেলা শিল্পকলা একাডেমীতে সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অন্যন্যা ট্রেডার্স এর প্রোপাইটর দেলোয়ার হোসেন দেলু বলেন, আমাদের লাইসেন্স ব্যবহার করে প্রকৌশলী।তবে মালামাল দেওয়া হয়েছে।আমার সেখানে কমিশন বা কোন লাভ নাই।

তৃতীয় ও চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাবের আসবাবপত্র ক্রয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রাপ্তী ট্রেডার্স এর প্রোপাইটর রফিকুল ইসলাম জানান,ওই কাজের বিষয়ে জানি না।শুনে আপনাকে পরে জানাবো।

উপজেলার বিভিন্ন ক্লাবে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন প্রকল্পে বরাদ্দ ৫ লাখ। রামগঞ্জ বিলাসির মোড় ভায়া চতুরাডাঙ্গী রাস্তার বক্স কালভার্ট সংলগ্ন এপ্রোচ সড়ক মেরামত প্রকল্পের বরাদ্দ ২ লাখ টাকা।যার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহান ট্রেডার্স।কাজ না করে বিল উত্তোলনের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে প্রোপাইটর রাসেল, পরে ফোন দিব বলে ফোনটি কেটে দেন।

দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) শাহরিয়ার ইসলাম শাকিল বলেন,প্রতিষ্ঠান গুলোতে চুরি হয়েছে।তবে কিছু মালামালা গুদামে আছে।পরিবেশ পরিস্থিতি ভাল হলে অংশীদারকে দিয়ে দিব।অংশীদাররা না জানার বিষয়ে তিনি বলেন,এখনো তাদেরকে জড়ানো হয়নি।তবে নিজেই ঠিকাদারি করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

এমএসএম / এমএসএম

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭