দুর্নীতির অভিযোগের প্রমানের পরও রৌমারীর খাদ্য কর্মর্কতা বহাল তবিয়তে
বহুল আলোচিত, বির্তকিত, ঘুষখোর, জালিয়াতীর কারিগড় ও দুর্নীতিবাজ রৌমারীর ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ শহিদুল্লাহ বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযেগ এখন ওপেন সিক্রেট। তার অপকর্মে অতিষ্ঠি এখন রৌমারী উপজেলা বাসী। পৃথক পৃথক ভাবে তার বিরুদ্ধে একাধীক অভিযোগ করেন মিলার, ডিলার, ব্যবসায়ী সহ কৃষকরা। তার বিরুদ্ধে একাধীক অভিযোগ থাকায় উপজেলা প্রশাসন ও জেলা খাদ্যকর্মকর্তা ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে আনা অনিয়ম-দুর্নীতির সকল অভিযোগ তদন্তে প্রমান হলেও কাজের কাজ কিছুই হয় না। ফলে রৌমারীতে খাদ্যগুদামে মিলার, ডিলার, ব্যবসায়ী ও কর্মচারী মহলের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে। তার বিরুদ্ধে একাধীক অভিযোগ প্রমানের পরও ওই কর্মর্তা বহাল তবিয়তে থাকায় স্থানীয় মানুষের মনে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট রৌমারী থাদ্যগুদাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থ এবং অভিযোগ ও অনুসন্ধানে যানাজায়, মোহাম্মদ শহিদুল্লাহ ৮ডিসেম্বর ২০২২ সালে রৌমারীতে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) হিসাবে যোগদান করেন। তিনি আ‘লীগ অনুসারী একজন কর্মকর্তা তিনি এ উপজেলায় যোগদানের পর থেকে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানী, ক্ষমতার অপব্যবহার, কর্মচারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, বস্তাক্রয়ে কমিশন বাণিজ্য, বছরের পর বছর বন্ধ চালকল থেকে চাল সংগ্রহ, খাদ্যবান্ধব ও খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ডিলারদেরকে ওজনে কম এবং খারাব অযোগ্য চাউল দেয়ার অভিযোগ, ভাড়াটে লোক দ্বারা বস্তায় বুঙ্গামারে চাউল বেড় করা। সরকারী চাল কালোবাজারে বিক্রয়, ডিও‘র চাল খাদ্যগুদামে পড়ে থাকা, মিলারদের কাছ থেকে খাবার অযোগ্য চাল নিয়ে কমিশনে গোডাউনে নেওয়া, খাদ্য গুদামে কৃষকের তালিকা ভূলে ভরা, কৃষকের ধান ব্যাবসায়ীদের কাছ থেকে নেওয়া। খাদ্য গুদামে বেরো ধান ছাঁটাইয়ে ব্যাপক অনিয়মসহ একাধীক অভিযোগ উঠেছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
তিনি এ উপজেলায় ৩ বছর ধরে কর্মকর্তার দায়িত্ব পালন কালে বিভিন্ন খাত মিলার, ডিলার, ঠিকাদার লোকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তার অপকর্মের চিত্র তুলেধরে ৩৪ মিলার, ১৯ ঠিকাদার এবং ২জন কৃষক পৃথক পৃথকভাবে মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তওে অভিযোগ করেন। অভিযোগকারী কোন প্রতিকার না পেয়ে গত ১৯ ফ্রেরুয়ারী কুড়িগ্রাম আদালতের আইনজীবি মোঃ নাজমুল হকের মাধ্যমে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
তার অনিয়মে প্রতিবাদ করায় নজরুল ইসলামসহ ৩/৪জনকে লাজ্ঝিত করেন এ কর্মকর্তা। রৌমারী বাউশমারী গ্রামের মুনজিলসহ ৪/৫জন ব্যবসায়ী এসব সরকারী চাল কালোবাজারে ক্রয় করেন এবং মাসের পর মাস ডিও‘র চাল খাদ্যগুদামে ফেরে রাখেন। এদিকে শহিদুল্লাহ ঘুষখোর ও সিন্ডিকেটের মাধ্যমে সাফাই বাহিনী তৈরীর ভিডিও ভাইরাল খবরে রৌমারী শহর টক অব দ্যা টাউনের পরিণত হয়েছে।
এ ব্যাপারে কৃষক নাহিদ মিলার গোলাম রসুল, ডিলার আবুল ও ব্যবসায়ী খালেক বলেন, এক ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ শহিদুল্লাহ কারণে আমরা স্বাধীন দেশে যেন পরাধীন। আইন বলে কিছু নেই। এনিয়ে ছাত্র-ব্যবসায়ী-মিলারসহ তাদের সাথে কয়েকদিন ধরে রাতভর দফায় দফায় খাদ্য গুদামের ভিতর টেবিল থাপ্তরা-থাপ্তরাী এবং উচ্চবাক্য ঘঠনা ঘটে ।
ব্যবসায়ী নাহিদ বলেন, খাদ্য গুদামের দুনীতিবাজ কর্মকর্তা তার স্ত্রীর গহনা বন্ধক খোলার কথা বলে আমার কাছ থেকে ১লাখ ৭০হাজার টাকা ধার নিয়েছে। এখন বলে এগুলো ঘুষ নিয়েছে। এমন ভাবে অসংখ্য মানুষের কাছথেকে অর্থ নিয়েছে এই কর্মকর্তা। এ সকল অনিয়মের কেউ প্রতিবাদ করলে তিনি নানান প্রকার ভয়ভীতিসহ মামলার হুমকি দেন। তিনি আরো বলেন, তার অনিয়মের বিষয়ে প্রতিবাদ বরায় কর্মকর্তা তার বাহিনী দিয়ে নজরুল ইসলামসহ ৩/৪জনকে লাজ্ঝিত করেন। রৌমারী বাউশমারী গ্রামের মুনজিলসহ ৪/৫জন ব্যবসায়ী এসব সরকারী চাল কালোবাজারে ক্রয় করেন এবং মাসের পর মাস ডিও‘র চাল খাদ্যগুদামে ফেরে রাখেন। আমরা তারা এ অনিয়ম দুর্নীতির সুষ্ঠ তদন্তের দাবী জানাই। খাদ্যগুদামের কর্মচারী,শ্রমিক,গাড়ীচালক,ডিলার-মিলার,ডিওধারী জনপ্রদিনিধি ও প্রকল্প সভাাপতি, কৃষক ব্যবসায়ীদের পৃথক পৃথকভাবে সাক্ষাতকার গ্রহন করলে ভুড়িভুড়ি প্রমান মিলবে।
রৌমারীর বিএনপির সদস্য বাবুমিয়া বলেন, অভিযুক্ত রৌমারীর ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ শহিদুল্লাহ সিন্ডিকেটের মাধ্যমে সাফাই বাহিনী তৈরীর ছত্রছায়ায় এসব কর্মকান্ড পরিচালনা করছেন। এসমস্ত কাজের নেপথ্যে বরেছে মিলার সমিতির সভাপতি নাছির উদ্দীন লাল।
মিল মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন লাল বলেন, তিনি বিভিন্ন খাতে তিন বছরে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি বলেন খাদ্য গুদামের কর্মকর্তা খুবই মিথ্যা কথা বলেন এবং হিসাব নয়ছয় করেন। প্রতি নিয়তই মিথ্যা গুজব ছড়ান এবং অন্যের ঘারে দোষ চাপায়।
অভিযোগের বিষয়ে জান্তেচাইলে অভিযুক্ত রৌমারী ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমি কোনো সিন্ডিকেট করি নাই। আমি যা করছি তা সরকারি আইন মেনেই করছি।
অভিযোগ ও তদন্তর বিষয় জানতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল কবির খানের ব্যবহিত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তার সাথে কথাবলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
নেত্রকোনার মদনে হাওরের সংকট মোকাবেলায় বারসিকের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে জেলের কাছে চাঁদা দাবি, অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
গোপালগঞ্জে এ বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে শেষ
হাটহাজারী গার্লস স্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ
পৌর হকার্স মার্কেটের সভাপতি হতে মরিয়া জুলাই গণ হত্যা মামলার আসামী ফারুক
ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাঠানপাড়া বাজারে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন
কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় স্থাপনাগুলো আধুনিকায়ন করা হবে-উপদেষ্টা ফরিদা আখতার
মনপুরা'র বিচ্ছিন্ন চরগুলোতে এখনো রয়ে গেছে বাপ দাদার আমলের সাঁকো
সাভারে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন
রাজশাহী-৬ আসনে ‘পরিচ্ছন্ন রাজনীতি’র মুখ আরিফুল ইসলাম বিলাত