ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মদনে কৃষিবান্ধব কৃষক সংগঠনের আয়োজনে হাওর প্রাণ প্রকৃতির মেলা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ১২:৩৭

নেত্রকোনা মদন উপজেলার মাঘান ইউনিয়নে (৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে তলার হাওরের পাড়ে অবস্থিত ত্রিপন গ্রামে নাসরিন আক্তারের বাড়িতে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় ও কৃষিবান্ধব কৃষক সংগঠন আয়োজনে গ্রামীণ পরিবেশে হাওর প্রাণ-প্রকৃতির মেলা অনুষ্ঠিত হয়েছে। হাওরের কৃষি ফসলের বীজ,সবজী,শুটকী,গ্রামীণ চুলা, হাওরের অচাষকৃত খাদ্য,ফলের সমারোহ নিয়ে নারীদের অংশগ্রহণে স্টলে প্রদর্শন করা হয় হাওরের প্রাণ প্রকৃতিকে। হাতে লেখা ফেস্টুন,ব্যানার,ধানের খড় দিয়ে সাজানো হয়েছে মেলার প্রাঙ্গণকে । প্রাণ-প্রকৃতির মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঘান প্রবীণ শিক্ষক জনাব মফিজ উদ্দিন পাঠান,সমাজ সেবক দেলোয়ার হোসেন দুলাল,মাঘান ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রহিছ মিয়া,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো.অহিদুর রহমান, সহসগমনকারী শংকর ম্রং কৃষিগবেষক সুমন তালুকদার,কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক নারীনেত্রী নাসরিন আকতার  আক্তার,গ্রামের প্রবীণ কৃষক-কৃষানি,যুবক ও কিশোরীরা।মেলায় সরিষা,তিল,লালশাক,ডাটাশাক,মিষ্টিলাউ,লাউ,শসা, চিচিঙ্গা,ঝিঙ্গা,বাঙ্গি,ঢেড়স,রশুনসহ ৩১ জাতের সবজী বীজ,গিমাই, বথুয়া,থানকুনি, শালুক,দলকলস,কলমী শাক,ফালই,ক্যাতাবুড়ি, বউটুনিসহ ৩২ জাতের অচাষকৃত খাদ্য,১৩ জাতের চুলা,২২ জাতের ফল প্রদর্শন করা হয়,তাছাড়া হাওর ও কৃষি নিয়ে কুইজ,হাঁড়িভাঙগা,  আলোচনা,হাড়িভাঙ্গা খেলা ও পুরস্কার প্রদানের মধ্যদিয়ে উদযাপন করা হয়। কৃষক সাহেদ আলী 
  -বলেন,হাওরের কৃষকেরা অনেক দুর্যোগের মাঝে ফসল চাষ করেন। কৃষকেরা বীজ রাখেন না সবাই বাজার তেকে কিনে আনেন কিন্তু আজ এই মেলায় দেখা গেল অনেক বীজ নারীরা রাখেন। হাওরে অনেক অচাষকৃত খাদ্য উৎপাদন হয়। যা পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। এইরকম মেলার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসে সমাজসেবক দেলোয়ার হোসেন দুলাল বলেন,এমন সুন্দর আয়োজনে আমি মুগ্ধ। নানা রঙ বেরঙগের কাগজে লেখা কৃষি লোকায়ত জ্ঞান ও খনার বচন লেখা পোস্টার গুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি,আমাদের নিজ নিজ গ্রামে,বাড়িতে সবজী চাষ করে নিরাপদ খাদ্য খেতে পারি,বীজ নিজেরা রাখতে পারি,হাওরে অনেক দুর্যোগ আসে তারপরেও নিজের উদ্যোগে এগিয়ে যেতে হবে।”
মেলা শেষে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয় এবং অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বারসির’র মদন উপজেলা সমন্বয়ক মো.আলমগীর।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন