ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নারীদের শ্রমে সমৃদ্ধ কৃষি, কিন্তু নেই সম্পদের অধিকার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ২:৮

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নে কৃষিতে নারীদের অংশগ্রহণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একসময় কৃষিকাজ ছিল শুধুমাত্র পুরুষদের দায়িত্ব, নারীরা সীমাবদ্ধ ছিলেন গৃহস্থালির কাজে। কিন্তু বর্তমানে নারী শ্রমিকরা পুরুষদের পাশাপাশি সমানতালে ধানের চারা রোপণ, আগাছা পরিষ্কার, সার দেওয়া, ধান কাটা-মাড়াই, সবজি চাষ, মৎস্য ও গবাদিপশু পালনসহ কৃষির প্রায় সব পর্যায়ে অবদান রাখছেন।

এদিকে, শহর ও বিদেশমুখী শ্রমবাজারে পুরুষদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গ্রামে কৃষিকাজে পুরুষ শ্রমিক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে কৃষির ভার এখন অনেকাংশেই নারীদের ওপর পড়ছে। এক গবেষণায় দেখা গেছে, কৃষির ১৭টি ধাপে নারীরা সক্রিয়ভাবে কাজ করলেও, তাদের ভূমি মালিকানা মাত্র ১৮%। তাও নামমাত্র, বাস্তবে যার স্বীকৃতি নেই। আদিম সমাজব্যবস্থায় নারীরাই কৃষির মূল চালিকাশক্তি ছিলেন, কিন্তু পরবর্তীতে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের ভূমি মালিকানা কমতে থাকে। বর্তমানে নারীরা কৃষিতে ব্যাপকভাবে যুক্ত থাকলেও মালিকানার সঠিক স্বীকৃতি পাচ্ছেন না।

উদাখালি ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামের জোহরা বেগম আট বছর আগে স্বামী হারানোর পর থেকে তিন সন্তান নিয়ে ফসলি জমির দেখভাল করছেন। জমিতে ধানের চারা রোপণ, আগাছা পরিষ্কার, সার দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ করছেন নারী শ্রমিকরা।

একইভাবে চরাঞ্চলের চরহরিচন্ডী গ্রামের নারী কৃষক রাবেয়া বেগম জানান, "ভোরবেলা দিন শুরু করি, সংসারের কাজের পর মাঠে গিয়ে ফসলের যত্ন নেই। কিন্তু প্রয়োজনীয় সার, বীজ ও ঋণের সুবিধা পাই না।"

আরো বেশ কয়েকজন নারী কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, পুরুষদের মতো তারা সরকারি কৃষি সুবিধা পান না, যার ফলে তাদের উৎপাদন কমে যায়। নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী বলেন, "নারীরা হাঁস-মুরগি, গবাদিপশু পালন থেকে শুরু করে কৃষির সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তারা এখনো পারিশ্রমিকসহ নানা বৈষম্যের শিকার।"
নারীরা কৃষিতে শ্রম দিলেও ভূমির মালিকানা পুরুষদের হাতেই রয়ে গেছে। ফলে সরকারি কৃষি কার্ড, ঋণ সুবিধাসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত।

ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু মনে করেন, "সরকারি নীতিমালা ও কৃষি প্রকল্পে এখনো পুরুষদের বেশি প্রাধান্য দেওয়া হয়। কৃষি ঋণ ও অন্যান্য সুবিধা নারীদের হাতে পৌঁছায় না। ফলে তারা আর্থিকভাবে পিছিয়ে থাকেন এবং ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়। নারীদের ভূমি মালিকানা নিশ্চিত করা এবং নীতিগত পরিবর্তন ছাড়া কৃষিতে নারীদের স্বীকৃতি সম্ভব নয়।"

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া বলেন, "নারীদের কৃষিতে অংশগ্রহণ বাড়ছে, যা খুবই ইতিবাচক। আমরা কৃষি প্রশিক্ষণ ও প্রণোদনার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছি এবং তা আরও বাড়ানো হবে।"

নারীদের ভূমি মালিকানা, সরকারি সুযোগ-সুবিধা ও শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা গেলে কৃষি খাতে তাদের অবদান আরও সুদৃঢ় হবে। এটি শুধুমাত্র নারীর অর্থনৈতিক মুক্তি নয়, বরং খাদ্য নিরাপত্তা ও কৃষির টেকসই উন্নয়নের জন্যও অত্যন্ত জরুরি।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান