ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

তেতুলিয়ায় মুক্তিযোদ্ধা ঘরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৩:১৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ঘরে নিম্নমানের নির্মাণ সামগ্রী বিদ্যুৎ লাইন, ফ্যান, পানির লাইন, দরজা,রং, ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।এতে ঘর হস্তান্তরের কয়েকমাসেই নষ্ট হয়ে পড়েছে বিদ্যুৎ ও পানির লাইন এবং সিলিং ফ্যান গুলো।ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার গুলোর অভিযোগ, মুল ঠিকাদার কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্য সহকারী জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বার্তা বাহক জিয়াউর রহমান কাজ করায়, তাদের ইচ্ছামতো কাজ করেছে।কথায় আছে রক্ষক যখন ভক্ষক।পুনরায় কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী পরিবার গুলোর।
জানা যায়, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মান প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে তেঁতুলিয়া উপজেলায় ৩৯টি ঘর নির্মাণে ৫টি প্যাকেজে দরপত্র আহবান করা হয়।এর মধ্যে ২ টি প্যাকেজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারী জেলার বোদা উপজেলার সিদ্দিকুর রহমান।বাকি ৩টির মধ্যে একটি করে পায় বোদা উপজেলার সুরমা ট্রেডার্স, রাদোয়া রুফাইদা ট্রেডার্স ও গোলাম ফারুক। ঘর প্রতি নির্মাণের জন্য বরাদ্দ ১৪ লাখ ১০ হাজার টাকা।সময় বাড়িয়ে নেওয়ায় গত বছরের এপ্রিল মাসের মধ্যে ঘর হস্তান্তরের কথা থাকলেও, কাজ শেষ না করেই হস্তান্তর দেখিয়ে গতমাসে চুড়ান্ত বিল দাখিল করা হয়েছে হিসাব রক্ষন অফিসে। তবে সাবেক উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী পুনঃযাচাই করে বিল পরিষোধে চিঠি দেয় হিসাব রক্ষন অফিসে।
সম্প্রতি সরেজমিন ঘুরে প্রকল্প এলাকার বীর মুক্তিযোদ্ধা তেঁতুলিয়া উপজেলার বামনপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, দেবনগড় মাঝগ্রাম এলাকার তবিবর রহমান, বামন পাড়া এলাকার কসির উদ্দিন, বানিয়া পাড়া আইনুল হক, বামন পাড়ার সহিদুল ইসলাম, বন্দিভিটার আব্বাস আলীসহ অন্তত ১৫ টি বাড়ি ঘুরে এসব সমস্যা দেখা যায়।এছাড়াও পরিবার গুলো জানান যারা কাজ ভালমন্দ দেখে নিবে, তারাই কাজ করছে অফিসের জহিরুল ও জিয়াউর ঠিকাদার। কাজ ভাল কিভাবে হবে।
মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর ছেলে একরামুল হক বলেন,পানি ও বিদ্যুৎ লাইন সমস্যা, দরজা রং করেনি, হেজবল নাই কোন মতে বুঝায় দিয়ে গেছে।বীরমুক্তিযোদ্ধা সহিদুল ইসলামের ছেলে আবু তালেব জানান, দরজায় পচাঁ কাঠ,বিদ্যুৎ লাইন নষ্ট,পানি পড়ছেনা,একবার ঠিক করেও নিয়েছি তারপরও সমস্যা।বন্দিভিটার আব্বাস আলীর ছেলে আবু হাসান বলেন,ঘরের ভিতরে মাটি ভরাট করে দিয়েছি সে টাকা দেয়নি ঠিকাদার।
ঠিকাদারি প্রতিষ্ঠান রাদোয়া রুফাইদা ট্রেডার্সের প্রোপাইটর আসাদুজ্জামান রাজিব জানান, অনেক দুর হচ্ছে।এ জন্য জহিরুলসহ আরেকজনের নাম জানি না,তাদেরকে দেওয়া হয়েছে কাজটি।বিল করার জন্য একদিন এসে স্বাক্ষর করে নিয়ে গেছে তারা।ঠিকাদার সিদ্দিকুর রহমান জানান,একদিন স্বাক্ষর করে নিয়েছে।কাজগুলো জিয়াউর করছে।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানান, বিষয়টি শুনেছি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭