ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

তেতুলিয়ায় মুক্তিযোদ্ধা ঘরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৩:১৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ঘরে নিম্নমানের নির্মাণ সামগ্রী বিদ্যুৎ লাইন, ফ্যান, পানির লাইন, দরজা,রং, ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।এতে ঘর হস্তান্তরের কয়েকমাসেই নষ্ট হয়ে পড়েছে বিদ্যুৎ ও পানির লাইন এবং সিলিং ফ্যান গুলো।ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার গুলোর অভিযোগ, মুল ঠিকাদার কাজ না করে প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্য সহকারী জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বার্তা বাহক জিয়াউর রহমান কাজ করায়, তাদের ইচ্ছামতো কাজ করেছে।কথায় আছে রক্ষক যখন ভক্ষক।পুনরায় কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী পরিবার গুলোর।
জানা যায়, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মান প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে তেঁতুলিয়া উপজেলায় ৩৯টি ঘর নির্মাণে ৫টি প্যাকেজে দরপত্র আহবান করা হয়।এর মধ্যে ২ টি প্যাকেজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারী জেলার বোদা উপজেলার সিদ্দিকুর রহমান।বাকি ৩টির মধ্যে একটি করে পায় বোদা উপজেলার সুরমা ট্রেডার্স, রাদোয়া রুফাইদা ট্রেডার্স ও গোলাম ফারুক। ঘর প্রতি নির্মাণের জন্য বরাদ্দ ১৪ লাখ ১০ হাজার টাকা।সময় বাড়িয়ে নেওয়ায় গত বছরের এপ্রিল মাসের মধ্যে ঘর হস্তান্তরের কথা থাকলেও, কাজ শেষ না করেই হস্তান্তর দেখিয়ে গতমাসে চুড়ান্ত বিল দাখিল করা হয়েছে হিসাব রক্ষন অফিসে। তবে সাবেক উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী পুনঃযাচাই করে বিল পরিষোধে চিঠি দেয় হিসাব রক্ষন অফিসে।
সম্প্রতি সরেজমিন ঘুরে প্রকল্প এলাকার বীর মুক্তিযোদ্ধা তেঁতুলিয়া উপজেলার বামনপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, দেবনগড় মাঝগ্রাম এলাকার তবিবর রহমান, বামন পাড়া এলাকার কসির উদ্দিন, বানিয়া পাড়া আইনুল হক, বামন পাড়ার সহিদুল ইসলাম, বন্দিভিটার আব্বাস আলীসহ অন্তত ১৫ টি বাড়ি ঘুরে এসব সমস্যা দেখা যায়।এছাড়াও পরিবার গুলো জানান যারা কাজ ভালমন্দ দেখে নিবে, তারাই কাজ করছে অফিসের জহিরুল ও জিয়াউর ঠিকাদার। কাজ ভাল কিভাবে হবে।
মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর ছেলে একরামুল হক বলেন,পানি ও বিদ্যুৎ লাইন সমস্যা, দরজা রং করেনি, হেজবল নাই কোন মতে বুঝায় দিয়ে গেছে।বীরমুক্তিযোদ্ধা সহিদুল ইসলামের ছেলে আবু তালেব জানান, দরজায় পচাঁ কাঠ,বিদ্যুৎ লাইন নষ্ট,পানি পড়ছেনা,একবার ঠিক করেও নিয়েছি তারপরও সমস্যা।বন্দিভিটার আব্বাস আলীর ছেলে আবু হাসান বলেন,ঘরের ভিতরে মাটি ভরাট করে দিয়েছি সে টাকা দেয়নি ঠিকাদার।
ঠিকাদারি প্রতিষ্ঠান রাদোয়া রুফাইদা ট্রেডার্সের প্রোপাইটর আসাদুজ্জামান রাজিব জানান, অনেক দুর হচ্ছে।এ জন্য জহিরুলসহ আরেকজনের নাম জানি না,তাদেরকে দেওয়া হয়েছে কাজটি।বিল করার জন্য একদিন এসে স্বাক্ষর করে নিয়ে গেছে তারা।ঠিকাদার সিদ্দিকুর রহমান জানান,একদিন স্বাক্ষর করে নিয়েছে।কাজগুলো জিয়াউর করছে।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানান, বিষয়টি শুনেছি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

‎ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের আত্মহত্যা

কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বোদায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির উদ্বোধন

কবিরহাটে কর্মরত সাংবাদিকরা রাজনৈতিক প্রোগ্রাম বয়কটের ঘোষণা

নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে বাবুরহাট বাজারে প্রভাতী প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম সম্পন্ন

কেরানীগঞ্জে রাফিয়া প্রাঃ হাসপাতালের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে ফাইদা নেওয়ার অভিযোগ।

'ছয় মাসে সন্দ্বীপ থেকে অস্ত্র, মাদক ও সন্ত্রাস নির্মুল করবো -জনসভায় মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সিংগাইরে ৩ টি ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ চৌধুরী