ভূঞাপুরে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষে আহত ২২

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু ঘাটকে কেন্দ্র করে কনসোডিয়ামের টাকা ভাগাভাগিকে নিয়ে সালিশি বৈঠকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খবর পেয়ে পরে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় আহতদের মধ্যে নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখসহ তার গ্রুপের মধ্যে ১০ জন এবং অপরদিকে মাটিকাটা এলাকার বিএনপির সদস্য রিপন ডাক্তার গ্রুপের ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
জানা গেছে, সিরাজকান্দী বাজার এলাকার বাগানবাড়ীর অবৈধ বালুর ঘাট নিয়ন্ত্রণ ও বালুর ঘাটের কনসোডিয়ামের বিপুল অঙ্কের টাকা ভাগবাটোয়ারা করার জন্য ন্যাংড়া বাজারে শনিবার দুপুরে একটি সালিশি বৈঠক বসে।
সালিশে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, নিকরাইল বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জুলহাস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের উপস্থিতিতে বৈঠকের একপর্যায়ে বিএনপির আব্দুল লতিফ ও রিপন ডাক্তার দুই পক্ষের লোকজনের উত্তেজনার সৃষ্টি হলে সংঘর্ষ বাধে।
এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ২২ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের মধ্যে এক নারীসহ ৮/৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিপন ডাক্তার বলেন, আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিগত ১৬/১৭ বছর নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নূহু মেম্বারের সঙ্গে আতাঁত করে আমাদের জায়গা জমি অবৈধভাবে জবর দখল বালুর ব্যবসা করেছে। সেখানে তাদের কোনো জমিজমা নেই। গত ১৫ ফেব্রুয়ারি আমাদের জায়গায় ঘর তুলে বালুর ব্যবসা করার ফেতর নেওয়ার জন্য দখলে নেই। এনিয়ে লতিফ ও তার লোকজন বিভিন্ন সময়ে হুমকি দিতো।
এদিকে নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আহত আব্দুল লতিফ পক্ষের পলশিয়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী শেখ বলেন, আমাদের ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের ভাই-ভাতিজা ও রিপন ডাক্তারের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমিসহ ১০ জন আহত হই। এ ব্যাপারে উপজেলা নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।
লতিফ পক্ষের অপর আহত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহাকুর রহমান সোহাগ বলেন, রিপন ডাক্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বহিরাগত লোকজন নিয়ে সালিশি বৈঠকের একপর্যায়ে ইট-পাটকেল দিয়ে ঢিল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের এক নারীসহ ১০ জন আহত হয়েছি এবং আমিসহ ৪/৫ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছি।
এ ব্যাপারে নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে ন্যাংড়া বাজারের জাহাজমারা স্মৃতিস্তম্ভে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেই সালিশি বৈঠকে লোকজন বেশি হওয়ায় তা স্থগিত করে দেওয়া হয়। পরে রাস্তায় দু’পক্ষের লোকজন সংঘর্ষ লাগে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন লোক আহত হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, দুই গ্রুপের বিবাদ নিরসনের লক্ষ্যে গতকাল বিকালে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু উভয় পক্ষ বেশি লোকজন সমাগম ঘটায়। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সালিশ স্থগিত করা হয়। পরে বাড়ি ফেরার পথে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। বিষয়টি বসে মীমাংসা করা হবে।
এ ঘটনায় ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শনিবার বিকালে নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে বালুর ঘাট নিয়ে সালিশি বৈঠকে সংঘর্ষ হচ্ছে এমন ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
