সারাদেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

সারাদেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা মহিলা দল। আজ সোমবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ নারী নির্যাতন দেশে নতুন কোন ঘটনা নয়। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এটি প্রকট আকার ধারণ ও ব্যাপকতা লাভ করে। সেই সময়ে প্রতিটি নৃশংস ঘটনার সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসী জড়িত। সেদিন বিএনপি ছাড়া কেউ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও কোন প্রতিকার পায়নি। সেই সাথে আদালতের দীর্ঘসূত্রতার কারণে ভুক্তোভোগীরা বিচার না পেয়ে বিচারের আশা ছেড়ে দিয়েছেন।
বক্তারা আরও বলেন, গেল ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব লাভের পর মানুষের প্রত্যাশা ছিল সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের অতীত সকল কুকর্মের বিচার হবে। নির্যাতিত নারী যথাপোযুক্ত বিচার পাবেন। কিন্তু দুঃখ জনক হলেও সত্যে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে আজ পর্যন্ত র্ধষণকারী যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের কোন আশ্বাস পায়নি। পাল্টা নতুন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দুষ্কৃতিকারী নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকে মাগুরার আসিয়া যে পাবশিক নির্যাতনের শিকার হয়েছে। সেটি দেশব্যাপী তোলপাড় হয়ে গেছে, কিন্তু এই ঘটনা প্রতিনিয়ত ঘটলেও দোষীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বিএনপি বরবরই এ বিষয় সোচ্চার । সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় থেকে আজ পর্যন্ত নীর প্রতি যে সহিংসতার ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনায় বিএনপি সর্বোচ্চ প্রতিবাদ করেছে।
জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, উপদেষ্টা সালেহা বেগম, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ। মাবনবন্ধন পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।
এমএসএম / এমএসএম

মান্দায় অবৈধ ইট গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

রায়পুরে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতেছাত্র-জনতার মশাল মিছিল
Link Copied