চন্দনাইশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক সনজিদা বড়ুয়া, উপজেলা পিআইও মো. রিয়াদ হোসেন, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী।
ইউআরসি (ইন্সট্রাক্টর) আক্তার সানজিদা পপির সঞ্চালনায় অন্যনের মধ্যে আলোচনায় অংশ নেন- সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মাস্টার নাজিম উদ্দিন, মাস্টার হাবিবুর রহমান, মাস্টার গোপাল ঘোষ প্রমুখ।
এমএসএম / জামান