বিদেশগামী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথিকৃৎ ‘লেক্সিকন’

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন ক্রমেই বিস্তৃত হচ্ছে। ছাড়াচ্ছে দেশের গণ্ডি। বিশ্বমানের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের আশায় তারা প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন উন্নত বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে। এই বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় ভাষার দক্ষতাকে ।বিশেষ করে ইংরেজি। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনার শিক্ষার্থীদের জন্য এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে ‘লেক্সিকন - ব্রিটিশ কাউন্সিল এক্সামিনেশন সেন্টার’।
২০১৪ সালে মাত্র ৬০০ বর্গফুট জায়গায় যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজ খুলনার অন্যতম স্বনামধন্য ইংলিশ ট্রেনিং এবং এক্সাম সেন্টার। আইইএলটিএস (IELTS), স্পোকেন ইংলিশ, ক্যামব্রিজ ইয়ং লার্নার্স ইংলিশ (YLE) সহ বিভিন্ন আন্তর্জাতিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলছে লেক্সিকন।
খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতোমধ্যে লেক্সিকনের সহায়তায় ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। ২০১৫ সালে খুলনার প্রথম আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার হিসেবে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এছাড়াও
২০১৯ সালে লেক্সিকন ব্রিটিশ কাউন্সিলের অনুমোদিত আইইএলটিএস টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি পায়, যা খুলনার শিক্ষার্থীদের জন্য আরও বড় সুযোগ তৈরি করে। এরপর, ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের দেশসেরা প্রিমিয়াম ভেন্যু অ্যাওয়ার্ড অর্জন করে, যা তাদের মানসম্মত শিক্ষা ও সেবার প্রমাণ।
শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি মক টেস্ট, ইন্টার্যাক্টিভ ক্লাস, আধুনিক ল্যাব সুবিধা ও এক্সপার্ট মেন্টরদের সহায়তা পান। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অহনা ভৌমিক বলেন, "লেক্সিকনের অনুশীলন পরিবেশ একেবারেই মূল পরীক্ষার মতো। তাই আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকে না। এখানে শেখার অভিজ্ঞতা আন্তর্জাতিক মানের, যা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।"
লেক্সিকনের সিইও মো. সজিবুল ইসলাম বলেন, "শুধু ইংরেজি শেখানো নয়, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করছি। ১৫ বছরের পথচলায় আমরা হাজারো শিক্ষার্থীকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য তৈরি করতে পেরেছি। এটি আমাদের গর্বের বিষয় ।আমরা শিঘ্রই 'LexiFly' নামে নতুন একটি পরিষেবা চালু আছে, যেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ইমিগ্রেশন সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।"
এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর বিএনপির ইফতার বিতরণে শেকৃবি উপাচার্য যোগদান নিয়ে বিতর্ক

বিদেশগামী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথিকৃৎ ‘লেক্সিকন’

শাহবাগীদের বিচার না হলে লড়াই চলবেঃ জাবি শিক্ষার্থীরা

বাঙলা কলেজ ছাত্রদলের হাতে আটক দুই ছিনতাইকারী

খুবির জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ

জবির সি ইউনিটের ফল প্রকাশ আগামী ২০ মার্চ

১৬ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

খুবিতে আজ স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে ইফতার ও প্রীতিভোজ

ফেসবুকে পোস্ট দিয়ে পবিপ্রবির ছাত্রশিবির সভাপতির আত্মপ্রকাশ

জবি ঊষার সভাপতি নাইম, সম্পাদক লিশা

মৎস বীজ কেন্দ্র অধিগ্রহণ দাবিকে আমি মুগ্ধর দাবি হিসেবে গ্রহণ করছিঃ উপদেষ্টা ফরিদা আখতার
