ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জনগণের স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা রাখছে ঢাকা স্পেশালাইজড হসপিটাল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৩:৪৯

উত্তরাতে এই প্রথম জীবাণু মুক্ত রাখার জন্য এপোক্সি ফ্লোর সম্বলিত OT Complex, ICU, NICU, PICU, HDU, & Dialysis চালু করেছে ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। রাজধানী ঢাকার আধুনিক উত্তরায় ৭৮'গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৩'র ১২,১৩ ও ১৪ মোড়ে  অবস্থিত ঢাকা স্পেশালাইজড হসপিটাল। 

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২২ সালের অক্টোবর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ হসপিটালটি। শুধু উত্তরা নয় এরই মধ্যে দেশের একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত হয়েছে ঢাকা স্পেশালাইজড। কম খরচে উন্নত প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং অত্যাধুনিক সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে উত্তরার এই হাসপাতালটি এগিয়ে যাচ্ছে।

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন  দৈনিক সকালের সময়কে বলেন, আমাদের এখানে রয়েছে মনোমুগ্ধকর ডিজাইন ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভি আইপি কেবিন ও সাধারণ কেবিন। এখানে আছে টেলিভিশন, রেফ্রিজারেটর, সোফা, , এয়ারকন্ডিশন, এটাচ বাথ, সেন্ট্রাল অক্সিজেন, ওয়াই-ফাই কানেকশন,  এবং রোগীর সাথে দর্শণার্থীর প্রয়োজনে অফিসিয়াল কার্যক্রম পরিচালনার সুব্যবস্থা।

সেই সাথে সৌখিন অথচ মধ্যবিত্ত রোগীদের চিকিৎসা খরচের কথা বিবেচনা করে ঢাকা স্পেশালাইজড হসপিটাল তৈরী করেছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভি আই পি কেবিন। এই কেবিনের বৈশিষ্ট্য হলঃ প্রশস্তরুম, ডাবলবেড, সোফা, আলমারি, টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশন এবং এটাচ বাথ এর সুব্যবস্থা। 

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দৈনিক সকালের সময়কে বলেন,  ঢাকা স্পেশালাইজড হসপিটাল  বহির্বিভাগ-এর বিশেষজ্ঞ ডাক্তারগণ উচ্চমানের সেবা দিয়ে রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন।হাসপাতালের বহির্বিভাগের সেবা সমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলঃ মেডিসিন, ইউরোলজি, নিউরোলজি ও মেডিসিন , সার্জারী, নিউরো সার্জারী, ডায়াবেটিক ও হরমোন ( এন্ডোক্রাইনোলজি), গাইনী এন্ড অবস, শিশু রোগ (পেডিয়াট্রিকস),   নবজাতক/ নিউনেটোলজি,  শিশু সার্জারী, , মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টেরোলজি, অর্থোপেডিক, নাক,কান গলা ও হেড নেক সার্জারী, ভাস্কুলার সার্জারী,  ক্যান্সার/অনকোলজি, কার্ডিয়াক সার্জারী, কার্ডিওলজি,  চর্ম ও যৌন রোগ, দন্ত ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী 

এবং কিডনি রোগ। অভিজ্ঞ ডাক্তাররা তাদের সুপরামর্শ এবং সুচিকিৎসা দ্বারা রোগীদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করেন। এছাড়া, সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তিতে জাপানিজ তত্ত্বাবধায়নে নিজস্ব ল্যাবরেটরিতে করা হয়। হসপিটাল ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন আরো বলেন,উত্তরাতে আমরাই প্রথম জীবানু মুক্ত রাখার জন্য এপোক্সি ফ্লোর সম্বলিত OT Complex, ICU, NICU, PICU, HDU & Dialysis চালু করেছি....

আমাদের হাসপাতালে রয়েছে আধুনিক ও গুণগত মানসম্পন্ন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আই সি ইউ)। আমাদের আই সি ইউ তে-  দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ও নার্সগণ ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা প্রদান করেন। জটিল রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারগণ মেডিকেল বোর্ড গঠন করে সিদ্ধান্ত গ্রহণ করেন।

হসপিটাল ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন আরো বলেন, আমাদের যুক্তিসম্মত প্রয়োজনীয় সেবাসমূহ, বিশেষজ্ঞ ডক্টরস চেম্বার, অত্যাধুনিক সুবিধাসহ কেবিন, ২৪ ঘন্টা জরুরী সেবা, আই. সি. ইউ (ICU), এইচ. ডি. ইউ (HDU), এন. আই. সি. ইউ (NICU), পি. আই. সি. ইউ (PICU), অত্যাধুনিক ল্যাব, অত্যাধুনিক ৪টি অপারেশন থিয়েটার, ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি, পর্দাশীল মহিলাদের জন্য আলাদা OT, বাচ্চাদের জন্য কিডস জোন, ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, ভিডিও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, লেরিঙ্গোস্কোপি (FOL), সেন্ট্রাল অক্সিজেন, নাইট্রাস, এয়ার ও ভেকুয়াম সিস্টেম,মনোরম ক্যাফেটেরিয়াসহ আধুনিক সকল প্রকার সরঞ্জামাদি এবং রোগীর চিকিৎসা দ্রুত ও সহজ করণে আমাদের আছে মেডিসিন কর্ণার। রোগীর সেবায় ২৪ ঘন্টা আমাদের মেডিসিন কর্ণার খোলা থাকে। এখানে শতভাগ কোয়ালিটি সম্পন্ন ও সুলভ মূল্যে দেশী এবং বিদেশী ঔষধ পাওয়া যায়

হসপিটাল পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড জনগণের স্বাস্থ্য, চিকিৎসা সেবায় অঙ্গীকার ও দায়বদ্ধ। 

এমএসএম / এমএসএম

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান