ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৪:৪০

রোজা উপলক্ষ্যে সাধারন মানুষের মধ্যে বরগুনা ডিসি অফিস সুলভ মূল্যে তেল, চিনি, ছোলা বুট ও মুসরী ডাল নিয়ে প্রতিটি প্যাকেজ চারশত পঞ্চাশ টাকা দরে বিক্রির আয়োজন করলেও সাধারন মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা টাকা দিয়ে পন্য ক্রয় করে পরিমানে ঠকে যাচ্ছে টিসিবি ডিলার মোঃ জাকির হোসেন এর কাছে।

বরগুনা সদরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত বুধবার, ১২ মার্চ ২০২৫ তারিখে চারশত জন লোকের টিসিবি পন্য ৮ শত লিটার সোয়াবিন তৈল, ৮ শত কেজি মুসরী ডাল, ৪ শত কেজি ছোলা বুট, ৪ শত কেজি চিনি টিসিবি পন্য বিক্রি শুরু করলে পরিমাপে কম দিচ্ছে এমন বিষয় পরিলক্ষিত হলে তদরকী কর্মকর্তা সুব্রত কে বিষয়টি জানানো হলেও তিনি কোন প্রকার পদক্ষেপ না নিয়ে একটি দোকানে গিয়ে বসে থাকেন। কিছুক্ষন পরে পরিমানে কম দিচ্ছে এমন বিষয় যখন সাধারণ লোকের কাছে যখন স্পষ্ট হয়ে যায়। তখনই টিসিবি পন্যের প্যাকেজ পরিমাপ করে দেখা যায় ৩০০ গ্রাম কম দেয়া হচ্ছে প্রতিটি প্যাকেজে। 

ডিসি অফিসের প্রতিনিধি দীপক কে জানানো হলে তিনি বলেন, পরিমাপের দায়িত্ব আমার না আমার দায়িত্ব আইডি কার্ড চেক করা।তদরকী কর্মকর্তাকে খোঁজ করেও স্থানে উপস্থিত পাওয়া যায় নাই।টিসিবি ডিলার মোঃ জাকির হোসেন বলেন, ডিসি অফিস থেকে শুরু করে প্রত্যেককে টাকা দিতে হয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি।

ভোক্তা অধিকারকে বিষয়টি জানানো হলে একজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনিও পরিমাপ করে দেখেন ওজনে কম দেয়া হচ্ছে সাধারন মানুষদের। তিনি কোন প্রকার পদক্ষেপ না নিয়ে স্থান ত্যাগ করেন। একজন টিসিবি ডিলারকে প্রতি কেজিতে পাঁচ টাকা করে ব্যবসা দিলেও তাদের চাহিদা যেন শেষ হচ্ছে না। ওজনে কম দিয়ে হলেও চাহিদা পূরন করতে হবে এমনই আচরন ডিলারের। বিক্রি শেষে চিনি ১৬ কেজি, মুসরী ডাল ৩৫ কেজি, ছোলা বুট ২০ কেজি অবশিষ্ট থাকে। অবশিষ্টাংশ প্রতিটি লোককে ওজনে কম দেয়া পন্য। এগুলাই কালো বাজারী করে বেশি টাকায় বিক্রি করে দেয় ডিলাররা। 

এ ব্যপারে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ -আবু-জাহের সকালের সময়কে বলেন, ট্যাগ অফিসারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যপারে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সকালের সময়কে বলেন, 
বরগুনায় টিসিবির পন্য বিক্রিতে মালামালে ওজন কম দেয়ায় ডিলার জাকির কে শোকজ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি

বারহাট্টায় কেজি দরে তরমুজ বিক্রিতে নিরুপায় ক্রেতারা