টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি
রোজা উপলক্ষ্যে সাধারন মানুষের মধ্যে বরগুনা ডিসি অফিস সুলভ মূল্যে তেল, চিনি, ছোলা বুট ও মুসরী ডাল নিয়ে প্রতিটি প্যাকেজ চারশত পঞ্চাশ টাকা দরে বিক্রির আয়োজন করলেও সাধারন মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা টাকা দিয়ে পন্য ক্রয় করে পরিমানে ঠকে যাচ্ছে টিসিবি ডিলার মোঃ জাকির হোসেন এর কাছে।
বরগুনা সদরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত বুধবার, ১২ মার্চ ২০২৫ তারিখে চারশত জন লোকের টিসিবি পন্য ৮ শত লিটার সোয়াবিন তৈল, ৮ শত কেজি মুসরী ডাল, ৪ শত কেজি ছোলা বুট, ৪ শত কেজি চিনি টিসিবি পন্য বিক্রি শুরু করলে পরিমাপে কম দিচ্ছে এমন বিষয় পরিলক্ষিত হলে তদরকী কর্মকর্তা সুব্রত কে বিষয়টি জানানো হলেও তিনি কোন প্রকার পদক্ষেপ না নিয়ে একটি দোকানে গিয়ে বসে থাকেন। কিছুক্ষন পরে পরিমানে কম দিচ্ছে এমন বিষয় যখন সাধারণ লোকের কাছে যখন স্পষ্ট হয়ে যায়। তখনই টিসিবি পন্যের প্যাকেজ পরিমাপ করে দেখা যায় ৩০০ গ্রাম কম দেয়া হচ্ছে প্রতিটি প্যাকেজে।
ডিসি অফিসের প্রতিনিধি দীপক কে জানানো হলে তিনি বলেন, পরিমাপের দায়িত্ব আমার না আমার দায়িত্ব আইডি কার্ড চেক করা।তদরকী কর্মকর্তাকে খোঁজ করেও স্থানে উপস্থিত পাওয়া যায় নাই।টিসিবি ডিলার মোঃ জাকির হোসেন বলেন, ডিসি অফিস থেকে শুরু করে প্রত্যেককে টাকা দিতে হয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি।
ভোক্তা অধিকারকে বিষয়টি জানানো হলে একজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনিও পরিমাপ করে দেখেন ওজনে কম দেয়া হচ্ছে সাধারন মানুষদের। তিনি কোন প্রকার পদক্ষেপ না নিয়ে স্থান ত্যাগ করেন। একজন টিসিবি ডিলারকে প্রতি কেজিতে পাঁচ টাকা করে ব্যবসা দিলেও তাদের চাহিদা যেন শেষ হচ্ছে না। ওজনে কম দিয়ে হলেও চাহিদা পূরন করতে হবে এমনই আচরন ডিলারের। বিক্রি শেষে চিনি ১৬ কেজি, মুসরী ডাল ৩৫ কেজি, ছোলা বুট ২০ কেজি অবশিষ্ট থাকে। অবশিষ্টাংশ প্রতিটি লোককে ওজনে কম দেয়া পন্য। এগুলাই কালো বাজারী করে বেশি টাকায় বিক্রি করে দেয় ডিলাররা।
এ ব্যপারে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ -আবু-জাহের সকালের সময়কে বলেন, ট্যাগ অফিসারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যপারে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সকালের সময়কে বলেন,
বরগুনায় টিসিবির পন্য বিক্রিতে মালামালে ওজন কম দেয়ায় ডিলার জাকির কে শোকজ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়
তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন
তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা
মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী
সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা
ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন
মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী
শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল
অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি