ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

প্রতিদিন ৪ শতাধিক ক্রেতা'কে ইফতার করাচ্ছে ঢাকা সুপার মার্কেট (দঃ) বণিক সমিতি


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৫-৩-২০২৫ রাত ১২:৪৩

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রতিদিনই মার্কেটে আসা চার'শ রোজাদার ক্রেতাদের মাঝে ইফতারী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা নিউ সুপার মার্কেট (দঃ) বণিক সমিতি। 

আত্মশুদ্ধির মাস মাহে রমজান। এই মার্কেটে আসা ক্রেতারা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ক্রেতারা জানান, আমরা যখন মার্কেটে যাই তখন নানান সমস্যার সম্মুখীন হই। ক্লান্ত হলে কোন মার্কেটে বিশ্রাম করার আলাদা কোন জায়গা থাকে না। ইফতার করবো কোথায়? এরকম নানান সমস্যা নিয়েই ঈদ উদযাপনের জন্য কেনা কাটা করতে হয় পরিবার পরিজনদের নিয়ে।

ঢাকা নিউ সুপার মার্কেটে, মার্কেট করতে এসে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।  আর মার্কেট কমিটি রোজাদারদের ইফতার করানোর জন্য যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে তা বিরল। প্রতিটা মার্কেট যদি এরকম গোছানো থাকতো তবে ক্রেতারা স্বস্তি পেত। 

ঢাকা নিউ সুপার মার্কেট (দঃ) বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানের সাথে আলাপচারিতা কালে তিনি গণমাধ্যমকে বলেন, ইসলাম ব্যবসাকে হালাল করছে। ক্রেতা আর বিক্রেতা হচ্ছে একে অপরের পরিপূরক। ধর্মীয় উদযাপন ব্যবসায়ীদের জন্য বিশেষ সময়। তাই নেতাদের কথা মাথায় রেখে মার্কেট কমিটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 

তিনি আরও বলেন, মাহে রমজান মুসলিম উম্মাহর মু’মিনের জন্য গনিমতের মাস তাকওয়া অর্জন ও নেক আমলের মাস। রমজানের বরকত হাসিলের জন্য ঈমান জরুরি। এই নেক উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষুদ্র পরিসরে ঢাকা নিউ সুপার মার্কেট দঃ বনিক সমিতির নিজ অর্থায়নে প্রতিদিনই চার'শ জন রোজাদার ক্রেতাদের মাঝে ইফতারী করানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর এই আয়োজনে অন্যতম ভুমিকা পালন করছে ঢাকা নিউ সুপার মার্কেট (দঃ) বনিক সীমিতর  সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এছাড়াও আছেন সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম কিরন সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ।

মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে মোঃ হাসান আরও বলেন, এই মার্কেটের প্রায় ২৫০ এর অধিক দোকান আছে, নিরাপত্তা কর্মী আছে প্রায় ৪০ জন। সার্বক্ষনিক ইলেকট্রিক মিস্ত্রি বিভিন্ন দোকানের সামনে থাকে যেন বিদ্যুৎ সংক্রান্ত জটিলতা তাৎক্ষণিক সমাধান করতে পারে। অন্যান্য মার্কেটের চেয়ে  এই মার্কেটে অতি সূলভ মুল্যে কম টাকায় ভালো শপিং করতে পারবেন সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমরা ক্রেতাদের নিরাপত্তার সার্থে র‍্যাব, পুলিশ , সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যাতে ক্রেতাদের কোন রকম অসুবিধা না হয়।তাদের জন্য প্রতিটি তলায় বিশ্রামাগার, পুরুষ, মহিলার জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা এছাড়াও মনিটরিং এর জন্য  সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন