ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

প্রতিদিন ৪ শতাধিক ক্রেতা'কে ইফতার করাচ্ছে ঢাকা সুপার মার্কেট (দঃ) বণিক সমিতি


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৫-৩-২০২৫ রাত ১২:৪৩

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রতিদিনই মার্কেটে আসা চার'শ রোজাদার ক্রেতাদের মাঝে ইফতারী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা নিউ সুপার মার্কেট (দঃ) বণিক সমিতি। 

আত্মশুদ্ধির মাস মাহে রমজান। এই মার্কেটে আসা ক্রেতারা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ক্রেতারা জানান, আমরা যখন মার্কেটে যাই তখন নানান সমস্যার সম্মুখীন হই। ক্লান্ত হলে কোন মার্কেটে বিশ্রাম করার আলাদা কোন জায়গা থাকে না। ইফতার করবো কোথায়? এরকম নানান সমস্যা নিয়েই ঈদ উদযাপনের জন্য কেনা কাটা করতে হয় পরিবার পরিজনদের নিয়ে।

ঢাকা নিউ সুপার মার্কেটে, মার্কেট করতে এসে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।  আর মার্কেট কমিটি রোজাদারদের ইফতার করানোর জন্য যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে তা বিরল। প্রতিটা মার্কেট যদি এরকম গোছানো থাকতো তবে ক্রেতারা স্বস্তি পেত। 

ঢাকা নিউ সুপার মার্কেট (দঃ) বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানের সাথে আলাপচারিতা কালে তিনি গণমাধ্যমকে বলেন, ইসলাম ব্যবসাকে হালাল করছে। ক্রেতা আর বিক্রেতা হচ্ছে একে অপরের পরিপূরক। ধর্মীয় উদযাপন ব্যবসায়ীদের জন্য বিশেষ সময়। তাই নেতাদের কথা মাথায় রেখে মার্কেট কমিটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 

তিনি আরও বলেন, মাহে রমজান মুসলিম উম্মাহর মু’মিনের জন্য গনিমতের মাস তাকওয়া অর্জন ও নেক আমলের মাস। রমজানের বরকত হাসিলের জন্য ঈমান জরুরি। এই নেক উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষুদ্র পরিসরে ঢাকা নিউ সুপার মার্কেট দঃ বনিক সমিতির নিজ অর্থায়নে প্রতিদিনই চার'শ জন রোজাদার ক্রেতাদের মাঝে ইফতারী করানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর এই আয়োজনে অন্যতম ভুমিকা পালন করছে ঢাকা নিউ সুপার মার্কেট (দঃ) বনিক সীমিতর  সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এছাড়াও আছেন সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম কিরন সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ।

মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে মোঃ হাসান আরও বলেন, এই মার্কেটের প্রায় ২৫০ এর অধিক দোকান আছে, নিরাপত্তা কর্মী আছে প্রায় ৪০ জন। সার্বক্ষনিক ইলেকট্রিক মিস্ত্রি বিভিন্ন দোকানের সামনে থাকে যেন বিদ্যুৎ সংক্রান্ত জটিলতা তাৎক্ষণিক সমাধান করতে পারে। অন্যান্য মার্কেটের চেয়ে  এই মার্কেটে অতি সূলভ মুল্যে কম টাকায় ভালো শপিং করতে পারবেন সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আমরা ক্রেতাদের নিরাপত্তার সার্থে র‍্যাব, পুলিশ , সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যাতে ক্রেতাদের কোন রকম অসুবিধা না হয়।তাদের জন্য প্রতিটি তলায় বিশ্রামাগার, পুরুষ, মহিলার জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা এছাড়াও মনিটরিং এর জন্য  সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান