প্রকৌশলীর গাড়িসহ ৩৭ লাখ টাকা জব্দ! বৈধ নথি দেখাতে ব্যর্থ, মুচলেকায় মুক্ত

নাটোরের সিংড়ায় চেকপোস্টে তল্লাশির সময় ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ আটক হওয়া গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।
গত শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার আগে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে যানবাহন তল্লাশি চলছিল। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি প্রাইভেট কারের ব্যাকডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান পুলিশ।
গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। এরপর স্থানীয় সিংড়া থানা পুলিশ, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয় এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, টাকাগুলো তার জমি বিক্রির অর্থ। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক জানান,"নির্বাহী প্রকৌশলী টাকাগুলো তার ব্যক্তিগত বলে দাবি করেছেন। আমরা বিষয়টি জিডি করে জব্দ তালিকা মূলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালতে পাঠাবো। প্রকৌশলী যদি প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি আদালত বা দুদকের অনুমতি নিয়ে টাকা ফেরত পেতে পারেন।"
তিনি আরও বলেন,"আইনশৃঙ্খলা বাহিনী, দুদক বা আদালত যদি তলব করে, তাহলে প্রকৌশলীকে অবশ্যই হাজির হতে হবে—এমন শর্তে তাকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এ ঘটনায় গাইবান্ধা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, সরকারি প্রকৌশলীর কাছে এত টাকা কোথা থেকে এল? একজন প্রকৌশলী কিভাবে এক জেলাতে এত বছর চাকরি করছে, প্রকৌশলীর বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দৈনিক পত্রিকায় প্রচারের জন্য একটি সুন্দর হেডলাইন বানিয়ে দিন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
