ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

প্রকৌশলীর গাড়িসহ ৩৭ লাখ টাকা জব্দ! বৈধ নথি দেখাতে ব্যর্থ, মুচলেকায় মুক্ত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১১:৪৭

নাটোরের সিংড়ায় চেকপোস্টে তল্লাশির সময় ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ আটক হওয়া গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।

গত শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার আগে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে যানবাহন তল্লাশি চলছিল। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি প্রাইভেট কারের ব্যাকডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান পুলিশ।

গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। এরপর স্থানীয় সিংড়া থানা পুলিশ, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয় এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, টাকাগুলো তার জমি বিক্রির অর্থ। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক জানান,"নির্বাহী প্রকৌশলী টাকাগুলো তার ব্যক্তিগত বলে দাবি করেছেন। আমরা বিষয়টি জিডি করে জব্দ তালিকা মূলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালতে পাঠাবো। প্রকৌশলী যদি প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি আদালত বা দুদকের অনুমতি নিয়ে টাকা ফেরত পেতে পারেন।"

তিনি আরও বলেন,"আইনশৃঙ্খলা বাহিনী, দুদক বা আদালত যদি তলব করে, তাহলে প্রকৌশলীকে অবশ্যই হাজির হতে হবে—এমন শর্তে তাকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এ ঘটনায় গাইবান্ধা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, সরকারি প্রকৌশলীর কাছে এত টাকা কোথা থেকে এল? একজন প্রকৌশলী কিভাবে এক জেলাতে এত বছর চাকরি করছে,  প্রকৌশলীর বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দৈনিক পত্রিকায় প্রচারের জন্য একটি সুন্দর হেডলাইন বানিয়ে দিন। 

এমএসএম / এমএসএম

মাগুরা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের ‘ভাউচার’ কান্ডে সরকারী টাকা হরিলুট

গজারিয়ার মেঘনা নদীতে রাতভর মোবাইল কোর্ট পরিচালনা

সাভারে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিটি গঠিত

আওয়ামী লীগের নিয়ন্ত্রনেই গাজীপুরের কাশিমপুর

মধুখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মধুখালীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেফতার

গফরগাঁওয়ে মশাখালী ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

পৈত্রিক সূত্রে পাওয়া জমির আংশিক অন্যের দখলে,ফিরে পেতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার

তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে যুবদল নেতা শাহেদের ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির আংশিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা

রায়গঞ্জে ৫ টাকায় মিলছে ইফতারির সাত পণ্য

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু