ঐতিয্যবাহী সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিকগ ব্যক্তিত্ব, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
ইফতার মাহফিলে আরো যোগদান করেন, সাটুরিয়া উপজেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক আব্দুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাটুরিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান মোল্লা, সাটুরিয়া উপজেলা কৃষকদলের সমন্বয়ক মো. বরকত মল্লিক, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান খান স্বপন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউজ ২৪ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মো. কাবুল উদ্দিন, চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাভিশন ও দৈনিক আমার নিউজের সম্পাদক ও প্রকাশক মো. আকরাম হোসেন, বার্তা ২৪ এর ষ্টাফ রিপোর্টার খন্দকার সুজন হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাজিদুর রহমান রাসেল, দিপ্ত টিভির মানিকগঞ্জ প্রতিনিধি জাহিদুল হক চন্দন, ঢাকা পোষ্টের মানিকগঞ্জ প্রতিনিধি সোহেল হোসেন, দৈনিক কাল বেলার মানিকগঞ্জ প্রতিনিধি মো. সেলিম হোসেন, দৈনিক ইত্তেফাকের ঘিওর প্রতিনিধি মো. শফি আলম।
আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা খান, সাবেক সভাপতি অলক রায়, বর্তমান কমিটির সহ সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাটুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আল মামুন, অর্থ সম্পাদক মো. মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, কার্যকরি সদস্য মো. হোসেন জয়, মো. শহিদুল ইসলাম শহিদ, মুহাম্মদ লুৎফর রহমান, সদস্য,মুজিবুর রহমান, আব্দুস ছালাম সফিক, মো. কাওসার আহমেদ, মো. হৃদয় মাহমুদ রানা, সাংবাদিক সমিতির সভাপতি আপেল মাহমুদ চৌধুরীসহ আরও অনেকেই।
ইফতার ও মাগরিবের নামাজের পর সাটুরিয়া উপজেলা হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইকবাল হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম।
এ সময় বক্তারা সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ইতিবাচক কাজের জন্য উৎসাহ দেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও সমাজের শান্তি-সমৃদ্ধি ও সাংবাদিকদের সাফল্য কামনা করা হয়।
এমএসএম / এমএসএম

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
