ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বরগুনায় জলমহাল ইজারা নিয়ে মহা-জালিয়াতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৩-২০২৫ রাত ১১:৫১

বরগুনা জেলার আমতলীতে বন্ধ জলমহাল ইজারা দেওয়ায় জাল জালিয়াতি ও ছয় বছরের জন্য কয়েক কোটি টাকা নয়ছয় করার গুরুতর অভিযোগ উঠেছে। এঘটনায় বরগুনার ছুরিকাটা মৎস্যজীবী সমবায় সমিটি লিমিটেডের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, বরগুনার পূবালী মৎস্যজীবী সমবায় লিমিটেড এর ইজারা মূল্য ও জামানত পে-অর্ডারে মিল না থাকা এবং উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি উক্ত সমিতির দাখিলকৃত বাৎসরিক ইজারা মূল্যটি কারসাজি ও যোগসাজসে এক বছরের ইজারা মূল্যকে ছয় বছরের জন্য ভাগ করে বাৎসরিক মূল্য দেখানো হয়েছে। আর বাকি অর্থ দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার রিপোর্ট ও সমিতি আবেদন বাতিলের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বরগুনা আমতলী উপজেলার ছুরিকাটা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্য সচিব ও স্থানীয় বিএনপি নেতা মো. তুহিন মৃধার লিখিত অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৩ অক্টোর স্বারক নং- ৩১.১০.০৪০০.১১১.--.২৩.৯৪৫ জেলা প্রশাসক কার্যালয়, বরগুনা (এসএ শাখা) বদ্ধ জলমহাল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বাৎসরিক ইজারা মূল্য ৭.৮১.২৫০ টাকা নির্ধারণ করা হয়। তার প্রেক্ষিতে পূবালী মৎস্যজীবী সমবায় সমিতি লি. অনলাইনে আবেদনে বাৎসরিক ইজারা মূল্যক দাখিল করে ১ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৬১০ টাকা ও জামানত পে-অর্ডার দাখিল করে ৫ লাখ টাকা। যা দাখিলকৃত ইজারা মূল্যেল ৩.৩ শতাংশ এর চেয়ে কম। আর সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ এর ৭(৪) (জ) নং অনুচ্ছেদ অনুযায়ী দাখিলকৃত ইজারা মূল্যেল ২০ শতাংশ জামানত পে-অর্ডার জমা দিতে হবে। কিন্তু উক্ত সমিতির অনলাইনে দাখিলকৃত ইজারা মূল্যের ২০ শতাংশ জামানতে ৩০ লাখ ৩৯ হাজার ১২৩ টাকা। কিন্তু সমিতির পে-অর্ডার দাখিল করা হয়েছে মাত্র ৫ লাখ টাকা।

স্থানীয় সূত্র জানায়, আমতলী উপজেলা জলমহাল ব্যবস্থানা কমিটি ও পূবালী মৎস্যজীবী সমবায় সমিতির যোগসাজসে এবং প্রায় ১০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার কৌশলে সংশ্লিষ্ট উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি উক্ত সমিতির অনলাইনে আবেদনের এক বছরের ইজারা মূল্য ১ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৬১০ টাকাকে বেআইনি ভাবে রেজুলেশন তৈরী বা ভাগ করে ৬ বছরের সমুদয় টাকা দেখিয়েছে। যা সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্যপ্রণীত। জলমহাল ইজারার শর্তাবলী ও নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, যদি অনলাইনে দাখিলকৃত তথ্যাদি ও প্রিন্টেড কপির তথ্যাধির মধ্যে প্রার্থক্য রয়েছে। তাহলে অনলাইনে দাখিলকৃত তথ্যাদি সঠিক বলে বিবেচিত হবে। কিন্তু উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি মোটা অংকের টাকার বিনিময়ে পূবালী মৎস্যজীবী সমবায় সমিেিক জাল জালিয়াতি ও অবৈধভাবে ইজারা পাইয়ে দেয়ার মাধ্যমে কোটি কোটি টাকা সরকারী রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই রিপোর্ট করা হয়েছে।

ফলে পূবারী মৎস্যজীবী সমবায় সমিতিকে আমতলী দোন, চাওড়া (বন্ধ) জলমহাল ইজারা পাইয়ে দেওয়ার নিমিত্তে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি যে রিপোর্ট প্রদান করেছে, তা সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্যপ্রণীত। এতে সরকারের মোটা অংকের অর্থ রাজস্ব ক্ষতিসাধন করা হবে।

অভিজ্ঞ মহল বলছেন, এই দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে অনালাইটের টেন্ডার এভাবে জালিয়াতি বন্ধ হবে না। ফলে পূবালী সৎস্যজীবী সমবায় সমিতিকে আমতলীর দোন চাওড়া (বন্ধ) জলমহালের বিষয়ে উদ্দশ্যপ্রণীত রিপোর্ট ব্যবস্থাপনা কমিটি প্রদান করেছে, তা বাতিল করে পুনরায় ইজারা আহবানের দাবি জানিয়েছে। তবে স্থানীয় সূত্র থেকে জানা যায়, বড় অংকের টাকার মাধ্যমে অভিযোগকারীর সঙ্গে অভিযোগ প্রত্যঅহারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় কয়েজন সচেতন ব্যক্তি ও মৎস্যজীবী নেতারা সকালের সময়কে জানিয়েছে কোন ধরণের অনিয়ম আমরা মেনে নেব না এবং মানব বন্ধন ও সংবাদ সম্মেলনসহ কঠোর সর্মসূচী গ্রহণ করা হবে। এ ব্যাপারে বরগুনা জেলা প্রশাসকের সেল ফোনে যোগাযোগ করা হলে, তিনি সকালের সময়কে বলেন, উক্ত জলমহালের বিষয়টি সেখানকার ব্যবস্থাপনা কমিটি দেখেন। তারপরও যেহেতু আমি অবগত হলাম, বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে