সৌদি আরবে নিখোঁজ হাটহাজারীর এক প্রবাসীর লাশ উদ্ধার

সৌদি আরবে নিখোঁজ হওয়ার সাত দিন পর আবদুল্লাহ হাসান আনোয়ার (৫২) নামের হাটহাজারীর এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারটার দিকে নিহতের নিকট আত্নীয় সামসুর রহমান সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাতে সৌদি আরবস্থ আল কাসেম নগরীর নিজ বাসার একটু দূরে পরিত্যক্ত একটি ভবনের নিচে তার লাশ পাওয়া যায়।
সূত্রে জানা যায়, আওসাফ (১২) ও মাহাদিয়া (০৫) নামের দুই সন্তানের জনক আনোয়ার মাত্র দুই মাস পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরব গমন করেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী ছিলেন। সেখানে তেমন সুবিধা করতে না পারায় নিজ দেশে ফিরে এসে দীর্ঘদিন দেশে অবস্থান করেন আনোয়ার। সৌদি আরব গমনের পর থেকে তিনি তেমন কোনো কাজের সন্ধান পাননি। যার কারনে এক প্রকার হতাশা কাজ করছিল তার ভেতর। এর মধ্যে গত সপ্তাহ খানেক পূর্বে তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়েন। নিখোঁজের সাতদিন পর সোমবার তার সৌদি আরবস্থ বাসার একটু দূরে পরিত্যক্ত একটি ভবনের নিচে স্থানীয় পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে নিহতের আরেক নিকট আত্নীয় সেলিম মিন্টু এ প্রতিবেদককে মঙ্গলবার দুপুরের দিকে জানান, নিহত আনোয়ারের রুমের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য সৌদি পুলিশ নিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে আরেকটি সূত্রে জানা গেছে, হতাশাগ্রস্ত হয়ে আনোয়ার আত্মহত্যা করে থাকতে পারে। তাছাড়া ঘটনার রহস্য উদঘাটনে সৌদি পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানায় সূত্রটি।
বর্তমানে সৌদি আরবে পুলিশ হেফাজতে একটি হাসপাতালের হিমঘরে নিহতের লাশ রাখা হয়েছে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে বলেও জানায় সূত্রটি।
নিহত আবদুল্লাহ হাসান আনোয়ারের প্রতিবেশী স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান,গত দশ বারো দিন পূর্বেও তার সাথে কথা হয়েছিলো। আমার বিশ্বাস হচ্ছে না আবদুল্লাহ হাসান আনোযার ভাই আর আমাদের মাঝে নেই।
এদিকে প্রবাসে আনোয়ারের এমন মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমএসএম / এমএসএম

টেকনাফে আপত্তি জানিয়ে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিটি

চৌগাছায় এক মাদকে বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

চৌগাছায় থানা পুলিশ চুরি যাওয়া ৪টি গরু উদ্ধারের

চিলমারীর চরে স্বপ্ন বুনছেন হাজারও ভূমিহীন কৃষক

সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরদ্দি ঘাট

কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তের চেষ্টা ব্যর্থ, ভোগান্তি অব্যাহত

পঞ্চগড়ে প্রশিক্ষনে না থেকেও ভাতা নেওয়ার অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

কুড়িগ্রামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

কেশবপুরে আআগরহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৯ শিক্ষক ও ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার।

কাউনিয়া হারাগাছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শিল্পপতি ভরসা পরিবারের ইফতার মাহফিল
