ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

উখিয়ায় বনভূমি উদ্ধারে অভিযান করবে বনবিভাগ


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৪:৪৬

কক্সবাজারের উখিয়ায় বনভূমি জবরদখলকারী ও বনের জায়গায় দালানের স্থাপনা নির্মাণকারীদের দালিলিক প্রমাণ চেয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বনবিভাগ উখিয়া রেঞ্জের সদরবিট কর্মকর্তা আব্দুল মান্নান।

এ নোটিশে জবরদখলকারী ও স্থাপনা নির্মাণ কারীদের প্রাথমিকভাবে সতর্ক করেন এবং তারা কি মূলে বনের জায়গায় স্থাপনা নির্মাণ কাজ চালাচ্ছে তার দালিলিক কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট বন-কর্মকর্তার নিকট হাজির হতে বলা হয়। সেখানে একটি নির্ধারিত সময় বেধে দেন বিট কর্মকর্তা ।

এ সময়ের মধ্যে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে গড়ে উঠা স্থাপনা ভেংগে দিয়ে বনভূমি উদ্ধারপুর্বক বন আইন অনুযায়ী জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়। 

এসব নোটিশ প্রাপকের মধ্যে নাম এসেছে, কুতুপালং হাইওয়ে পুলিশফাঁড়ি এলাকার শামসুল আলমের ছেলে মোঃ সেলিম, গুচ্ছগ্রাম এলাকার সৈয়দনুরের ছেলে জয়নাল মিস্ত্রি, শীলেরছড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মো: ওসমান, গুচ্ছগ্রামের সৈয়দ নুরের ছেলে নুরুল ইসলাম,রাজাপালং এলাকার জকির আলমের ছেলে এনামুল কবির, মুকবুল আহমদের ছেলে মোঃ ইউনুস, মোক্তার আহমেদ ও হোসেন আহমেদসহ আরো অনেক জবরদখলকারীর নাম পাওয়া গেছে।

তারা সকলেই বনের জমি জবরদখল করে দালানের স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তারা কি মূলে বনের জায়গায় এসব স্থাপনা গড়ে তুলতেছে তা জানতে নোটিশ প্রদানের সময় অতিবাহিত হলেও বনবিভাগকে কোন জবাব দেননি ।

ফলে বনবিভাগ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এসবের বিরুদ্ধে অভিযান চালানোর। সরকারি সম্পদ রক্ষা করতে তারা এমন কঠোর পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, এই সাপ্তাহ থেকে শুরু করে ঈদপরবর্তীও এ অভিযান চালানো হবে। জবরদকখলকৃত বনভূমি উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখবেন তারা।

নতুন করে বনভূমি জবরদখল ও বনের জায়গায় দালানের স্থাপনা নির্মাণ কাজ হলে বন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি গড়ে উঠা স্থাপনা ভেংগে দিয়ে বনের জায়গা জবরদখল মুক্ত করবে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জে দায়িত্বরত (এসিএফ) শাহীনুল ইসলাম।

তিনি বলেন, বনভূমি রক্ষার্থে বনবিভাগ উখিয়া রেঞ্জ কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে৷ যারা বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণ কাজ চালাচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়ছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে গড়ে উঠা স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে না পেললে বনভূমি রক্ষার্থে বন আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরো বলেন, সরকারের দেওয়া দায়িত্ব পালনে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ বদ্ধপরিকর।  তার মধ্যে উখিয়া রেঞ্জে আমি দায়িত্বপালনকালে বন-বিরোধী কোন অপকর্ম করা যাবে না এটা আমার সাফ জবাব। বন ও বনভুমি রক্ষার্থে সকলের সহযোগীতা আশা করছি।

এমএসএম / এমএসএম

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত