ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

লোহাগড়ায় মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশারের বিরুদ্ধে জমি দখল ও নিয়োগ দুর্নীতির


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২০-৩-২০২৫ রাত ১০:১২

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবুল বাশারের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি আওয়ামী লীগের রাজনীতির ছত্রছায়ায় থেকে ক্ষমতার অপব্যবহার করে একাধিক অনিয়মের সঙ্গে জড়িত।

ভুক্তভোগী কাজী আতাউর রহমান অভিযোগ করেন, ২০২০ সাল থেকে আবুল বাশার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে ভাষা সৈনিক ডা. শামসুর রহমান ও তার অংশীদারদের প্রায় দুই একর জমির পুকুর দখল করে মাছ চাষ করছেন। জমির প্রকৃত মালিকরা খুলনা ও ঢাকায় অবস্থান করায় তিনি অবৈধভাবে জমি ভোগ করে আসছেন।

২০২১ সালের ২০ সেপ্টেম্বর নড়াইল আদালতে আবুল বাশারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। আদালত নির্দেশ দেন, কেউ ওই পুকুরে মাছ ধরতে পারবে না। তবে আদালতের আদেশ উপেক্ষা করে তিনি তার লাঠিয়াল বাহিনী দিয়ে দখল বজায় রাখেন এবং ভুক্তভোগীদের হুমকি দেন।

কাজী আতাউর রহমান জানান, ২০২২ সালের ১৪ জুলাই লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৬১২) করেন তিনি, কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ পাওয়া যায়নি।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মামলার শুনানির দিন আবুল বাশার ও তার লোকজন আদালত প্রাঙ্গণে আতাউর রহমানকে প্রাণনাশের হুমকি দেন। আতাউর রহমান বলেন, "আদালত থেকে বের হলে লাশ বানিয়ে ঢাকায় পাঠিয়ে দেবো"—এই হুমকি দেওয়া হয় আমাকে।

সম্প্রতি আবুল বাশারের বিরুদ্ধে অধ্যক্ষ নিয়োগে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ২ আগস্ট তিনি কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ পান। নিয়োগ পরীক্ষার আগে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষের মাধ্যমে তিন লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র সংগ্রহ করেন বলে অভিযোগ নিয়োগপ্রার্থীদের। তার আগের কর্মস্থল মাগুরার বারাশিয়া দাখিল মাদ্রাসা থেকে যথাযথ ছাড়পত্র না নিয়েই ভুয়া কাগজপত্র জমা দিয়ে নতুন মাদ্রাসায় যোগদান করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, আবুল বাশার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিগত নির্বাচনে নৌকা প্রতীকের প্রচার চালিয়েছেন। তিনি বিভিন্ন মিছিল, মিটিং ও নির্বাচনি প্রচারণায় সক্রিয় ছিলেন।

তার নিজ গ্রাম কুমড়িতে লাঠিয়াল বাহিনী গড়ে তুলে বহু জমি দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তার সন্ত্রাসী বাহিনীর কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

৮ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবুল বাশারের নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য আবেদন করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এস এম আবুল বাশার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, "এগুলো সব মিথ্যা। নিয়োগ পরীক্ষা নিয়ম অনুযায়ী হয়েছে এবং আমি যোগ্যতা নিয়েই এই পদে এসেছি।

অভিযোগের পরও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতায় হতাশ ভুক্তভোগীরা। তারা দ্রুত তদন্ত করে অবৈধ জমি দখল বন্ধ ও মাদ্রাসা নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক