চট্টগ্রামে এমপি ও সাবেক মেয়রের অনুসারীদের পাল্টাপাল্টি মামলা

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য তানভীরুল আলম অপুকে অপহরণ ও মাদক এবং সন্ত্রাসবিরোধী সমাবেশে হামলার অভিযোগে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং স্থানীয় সংসদ সদস্য মোছেলেম উদ্দীন আহমদের অনুসারীরা বায়েজিদ থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানায়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য তানভীরুল আলম অপুকে শুক্রবার রাতে বায়েজিদ থানাধিন ভক্তপুর বাসা থেকে অস্ত্র ধরে বেলাল উদ্দীন মুন্না নেতৃত্বে ১০/১২ জন যুবক তুলে নেয়। এ ঘটনার পরদিন শনিবার ছাত্রলীগ নেতা তানভীরুল আলম বাদী হয়ে বেলাল উদ্দীন মুন্নাসহ ১০/১২ জনের বিরুদ্ধে আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারীরা মামলা করেন। বায়েজিদে মাদক ইয়াবা ও সন্ত্রাস বিরোধী সমাবেশে হামলার অভিযোগ গত রবিবার স্থানীয় সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ এমপির অনুসারী ইমরান হোসেন অপু বাদী হয়ে নগর ছাত্রলীগ নেতা তানভীর আলম অপু, মোহাম্মদ আরমান, মিজান, মাসুদ, জুয়েলসহ ১০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।
নগরীর বায়েজিদ থানাধিন নয়াহাট এলাকায় সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ এমপি অনুসারীদের মধ্যে আধিপত্য ও চাঁদাবাজির ঘটনায় গত শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে। বেলাল উদ্দীন মুন্নার নেতৃত্বে এলাকায় মাদক ও ইয়াবা বিরোধী সমাবেশের আয়োজন করলে এতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন।
তবে আ জম নাছির উদ্দীনের অনুসারীদের দাবি, সমাবেশের নামে ছাত্রলীগের নেতাকর্মীদের নামে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের কটুক্তিমূলক কথা বলেছে। তাদের সমাবেশে কেউ হামলাও করেনি। নিজেরা অপরাধ করে মামলা হওয়ার পর নিজেরা বাঁচতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
আ জ ম নাছিরের অনুসারী তানভীরুল আলম বাদী হয়ে এজারনামীয় ১১ জনসহ মোট ২৬ জনের বিরুদ্ধে বায়েজিদ খানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে মোছলেম উদ্দীন এমপির অনুসারী বেলাল উদ্দীন মুন্না (৪২), হারুনুর রশীদ (৪০), মো. ওসমান (২৮), মোহাম্মদ কফিল (৩৫), আব্দুল হামিদ বাসিক (৩৫), জব্বার (৩০), সোহেল (২৯), রবিন (২৭), জাহাঙ্গীর (৪০), কামাল (৪০), বাদশাসহ (৪০) অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ও আ জ ম নাছিরের অনুসারী মামলার বাদী তানভীরুল আলম অপু বলেন, বেলাল হেসেন মুন্নার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে অস্ত্র ধরে অপহরণ করে। বায়েজিদ থানা পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশের নির্দেশে মামলাটি করেছি। তারা মামলায় গ্রেফতার হওয়ার ভয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে।
নগরীর পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোম্মদ জসিম উদ্দীন জানান, আমরা এমপি মহদয়ের নির্দেশে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদকবিরোধী সমাবেশ করলে হঠাৎ আলমগীর টিপুর অনুসারীরা এসে আমাদের সমাবেশে হামলা চালায়। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে। পুরো বিষয়টি আমরা এমপি মহোদয়কে জানানোর পর উনি মামলা করার জন্য বলেছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মামলা দুটির তদন্ত চলছে। যেহেতু মামলাগুলোর আসামিরা সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত তাই বিষয়টি মাথায় রেথে তদন্ত চলছে বলে জানান তিনি।
এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
